
র্যাবের গুলিতে ছিনতাইকারী নিহত
রাইজিংবিডি.কমরাজধানীর হাতিরপুলে ছিনতাইকারীদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে।
এতে শ্মশান মিত্র নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন মো. হাসান নামে আরেক ছিনতাইকারী।
মঙ্গলবার মধ্য রাতে হাতিরপুল ইস্টার্ন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, র্যাব-২ এর একটি দল রাতে টহল দিচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে ছিনতাইয়ের চিৎকার শুনে র্যাবের টহল দলটি ইস্টার্ন প্লাজার দিকে যায়। ইস্টার্ন প্লাজার উল্টোদিকে একটি মোটরসাইকেলে চড়ে তিনজনকে পালিয়ে যেতে দেখে তাদের থামার সংকেত দিলে তারা গুলি করে। র্যাবও পাল্টা গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন।
র্যাব-২ এর ডিআইজি আবদুল্লাহ গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজন চিকিৎসাধীন আছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল খান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2lymIE9
0 comments:
Post a Comment