
মেহেরপুরের চিকিৎসকের সহকারী করোনা আক্রান্ত
মেহেরপুর সংবাদদাতামেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহকারী করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা তিন আর মৃত্যের সংখ্যা এক।
আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার বাড়িবাকা গ্রামে। তিনি মেহেরপুর শহরের পলি ফার্মেসিতে কর্মরত ছিলেন।
সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, ২৮ এপ্রিল কুষ্টিয়া ল্যাবে পরীক্ষার পর ১৯টি নমুনার ফলাফল স্থগিত করা হয়। পরে ওই নমুনা পুনরায় পরীক্ষা করে রাতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ফলাফল ঘোষণা করা হয়। এতে ১৯টির মধ্যে একটি করোনা পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ রিপোর্ট আসে।
পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই করোনা পজিটিভ ব্যক্তি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের ব্যক্তিগত সহকারী হিসেবে ফার্মেসিতে কাজ করতেন। ফার্মেসিতে নিয়মিত রোগী দেখতেন ডা. অলোক কুমার দাস।
এ বিষয়ে সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন তাদের খোঁজ নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তার বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন ঘোষণা করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
মহাসিন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3f6KnCL





টিভিতে আজ ১ মে, ২০২০ টিভিতে আজ সময় দেখাবে আইপিএল হাইলাইটস ২০০৯ সকাল ১১টা স্টার স্পোর্টস-১ ভারত-পাকিস্তান, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭ সকাল ১১টা ৩০ মিনিট স্টার স্পোর্টস -১ ক্রিকেটস গ্রেটেস্ট সকাল ১১টা স্টার স্পোর্টস সিলেক্ট-১ ম্যানসিটি-টটেনহাম প্রিমিয়ার লিগ সকাল ১১টা ৩০ মিনিট স্টার স্পোর্টস...
সায়েদাবাদে মালামাল টানার শ্রমিক জাকির মিয়া এক ঝুড়ি ফল নিয়ে ফুটপাতে বসেছেন। পাশে ১০ বছরের সন্তান। ছেলেকে মাস্ক পরিয়ে বসিয়ে রেখেছেন। তার কাজ পুলিশ আসছে কিনা দেখা। পুলিশের গাড়ি দেখলেই ঝুড়িটি নিয়ে পাশের গেটে ঢুকে পড়বেন। গত ১৫ দিন ধরে এটা তার কাজের অংশ। করোনার জন্য সাধারণ ছুটি ঘোষণা ও বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ জারির পরে প্রথম কয়দিন তিনি বের হননি বাড়ি থেকে। পুলিশেরও কড়া পাহারা ছিল সেই সময়ে।... 





নিষেধাজ্ঞার দুই মাস শেষে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে আবারও পুরোদমে মাছ ধরতে নামছেন জেলেরা। ইলিশ আহরণে আর কোনও বাধা থাকছে না। করোনা পরিস্থিতির মধ্যেই জাল ও নৌকা মেরামতসহ সব ধরনের কাজ সেরে আজ শুক্রবার (১ মে) থেকে মাছ শিকারে নদীতে নামছেন জেলেরা। জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছেন। তাদের মধ্যে ৪৩ হাজার ৪৭২ জন জেলে নিবন্ধিত। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১... 




প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১ মে জাতির উদ্দেশে দেওয়া তাঁর ঐতিহাসিক ভাষণে নিম্ন আয়ের মানুষদের বাড়তি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। সমাজতান্ত্রিক অর্থনীতি গঠনে আত্মনিয়োগেরও আহ্বান জানান তিনি। নবগঠিত একটি রাষ্ট্রে নিম্নবিত্তকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক সক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষার বিষয়টি বেশ অভিনন্দিত হয় সেসময়। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সমাজতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য গৃহীত সরকারি...
লড়াই-সংগ্রামের জীবন শ্রমিকের। স্বাধীন বাংলাদেশে তাদের প্রথম মে দিবসের প্রাপ্তি ছিল অনেক বেশি। ১৯৭২ সালে শ্রমিকরা মে দিবস নিজেদের মতো করে উদযাপন করতে পেরেছিল। না চাইতেই বিশেষ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়া, দেশের অর্থনীতি পুনর্গঠনে শ্রমিকদের প্রতি আহ্বান জানানো— এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, যেখানে প্রধানমন্ত্রী তার শ্রমিকদের সঙ্গে নিয়ে অর্থনৈতিক কাণ্ডারি হওয়ার স্বপ্ন দেখেন। অভূতপূর্ব... 



