One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Thursday, April 30, 2020

মেহেরপুরের চিকিৎসকের সহকারী করোনা আক্রান্ত

মেহেরপুরের চিকিৎসকের সহকারী করোনা আক্রান্ত

মেহেরপুর সংবাদদাতা

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহকারী করোনা আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা তিন আর মৃত্যের সংখ্যা এক।

আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার বাড়িবাকা গ্রামে। তিনি মেহেরপুর শহরের পলি ফার্মেসিতে কর্মরত ছিলেন।

সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, ২৮ এপ্রিল কুষ্টিয়া ল্যাবে পরীক্ষার পর ১৯টি নমুনার ফলাফল স্থগিত করা হয়। পরে ওই নমুনা পুনরায় পরীক্ষা করে রাতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ফলাফল ঘোষণা করা হয়। এতে ১৯টির মধ্যে একটি করোনা পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ রিপোর্ট আসে।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই করোনা পজিটিভ ব্যক্তি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের ব্যক্তিগত সহকারী হিসেবে ফার্মেসিতে কাজ করতেন। ফার্মেসিতে নিয়মিত রোগী দেখতেন ডা. অলোক কুমার দাস।

এ বিষয়ে সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন তাদের খোঁজ নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তার বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন ঘোষণা করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

 

মহাসিন/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/3f6KnCL
Share:

শিগগিরই খুলছে মক্কা-মদিনার মসজিদ

শিগগিরই খুলছে মক্কা-মদিনার মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারির কারণে গত ১৮ মার্চ এক ঘোষণায় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে নামাজ স্থগিত করেছিল সৌদি আরব সরকার। শিগগিরই আবার খুলতে যাচ্ছে মসজিদ আল হারাম ও মসজিদে নববী। সৌদি সরকারের মক্কা ও মদিনাবিষয়ক অধিদফতরের প্রেসিডেন্ট আব্দুল রহমান আল সুদাইস জানালেন এ কথা।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্টে সুদাইস বলেছেন, ‘শিগগিরই এমন একটা দিন আসবে যখন ইসলামের উম্মাহর ওপর থেকে সব বিপদ সরে যাবে এবং আমরা তাওয়াফ, সাঈ এবং মহানবী হজরত মুহাম্মদ (স.) রওজায় দাঁড়িয়ে দরুদ পড়ে সালাম নিবেদন করতে পারবো।’

খুব দ্রুত সৌদি আরবের মানুষ স্বাভাবিক জীবনে ফিরবে বলে আশাবাদী মসজিদ আল হারামের এ খতিব।

কদিন আগে টুইটারে সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, শিগগিরই বিশ্ববাসীর জন্য খোলা হচ্ছে মসজিদে নববী ও মসজিদ আল হারাম।

এ পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭৫৩ জন। মৃত্যু হয়েছে ১৬২ জনের।

 

ঢাকা/ফাহিম



from Risingbd Bangla News https://ift.tt/2Souu0J
Share:

নড়াইলে ৫ পুলিশকে মারপিট করে আসামি ছিনতাই

নড়াইলে ৫ পুলিশকে মারপিট করে আসামি ছিনতাই

নড়াইল সংবাদদাতা

নড়াইলের লোহাগড়ায় পাঁচ পুলিশ সদস্যকে মারপিট করে অপহরণ মামলার পলাতক আসামি জাহিদ শেখকে (৪১) ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার তালবাড়িয়া গ্রামে পুলিশের ওপর এ হামলা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসাইন ও (এএসআই) তুহিনসহ কনস্টেবল জয় দাস, সাইফুল ও রকি আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, তালবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম ডাকু শেখের ছেলে জাহিদ দিঘলিয়া এলাকার একটি অপহরণ মামলার পলাতক আসামি। বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জাহিদকে পুলিশের গাড়িতে উঠানোর সময় তার (জাহিদ) পরিবার-পরিজনসহ এলাকার প্রায় ২০০ নারী-পুরুষ ইট, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে আসামি জাহিদকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে লোহাগড়া থানা থেকে আরো পুলিশ গিয়ে সহকর্মীদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ছিনিয়ে নেয়া আসামি জাহিদসহ পুলিশের ওপর হামলাকারী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

ফরহাদ/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/3bUHClQ
Share:

সিলেটে ১৮১ পরিবারের পাশে ‘প্রজন্ম প্রত্যাশা'

সিলেটে ১৮১ পরিবারের পাশে ‘প্রজন্ম প্রত্যাশা'

নিজস্ব প্রতিবেদক

সিলেটে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘প্রজন্ম প্রত্যাশা’।

সংগঠনটি সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের ১৮১ পরিবারের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইউনিয়নের মালীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬৩ পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন ‘প্রজন্ম প্রত্যাশা’ নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (১ মে) চতুল বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের হাতে অর্থ তুলে দেবে সংগঠনটি।

সংগঠনের সভাপতি প্রকৌশলী হারুনুর রশীদ বলেন, ‘সুশীল সমাজ গড়ার প্রতিশ্রুতিতে আমরা’-এই স্লোগানে ২০১২ সালে চতুলের একঝাঁক তরুণের উদ্যোগে এই সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়। এরপর থেকেই এলাকার বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ড ছাড়াও দাতব্য কাজ পরিচালনা করে আসছে।’

তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় করোনায় কর্মহীন অসহায়দের সহযোগিতায় দেশে-বিদেশে থাকা প্রজন্মের সদস্য ও শুভাকাঙ্খীদের অর্থায়নে ‘রামাদ্বান ফুড প্যাক এন্ড কোভিট-১৯ হেল্প প্রজেক্ট ২০২০’ বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রজেক্টের আওতায় বড়চতুল ইউনিয়নের ১৮১ পরিবারের মাঝে নগদ ২ লাখ ১০ হাজার টাকা এবং প্রজন্মের নিজস্ব অর্থায়নে জৈন্তাপুরের চারিকাটা ও দরবস্ত ইউনিয়নে আরও ২৮ টি পরিবারের মাঝে নগদ ২৮ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’

এসব অর্থ বিতরণকালে কানাইঘাট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জাকারিয়া, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রজন্ম প্রত্যাশা'র সাধারণ সম্পাদক আমিন উদ্দিন, স্থায়ী পরিষদ সদস্য আলা উদ্দিন, এখলাছুর রহমান, আল নোমান খসরু, সদস্য মাহমুদুর রহমান তারেক, ইমরাউল কয়েস, সুবায়েল আহমদ, প্রজন্মের সদস্য ও রাইজিংবিডি’র নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমান, জুনায়েদুর রহমান, ইকবাল হোসাইন, বাবুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সিলেট/ নোমান/টিপু



from Risingbd Bangla News https://ift.tt/2Ym8abP
Share:

সিলেট বিকেএসপিতে ফুটবলের জয়গান

সিলেট বিকেএসপিতে ফুটবলের জয়গান

আব্দুল্লাহ আল নোমান

বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। সেই প্রতিষ্ঠান থেকে বের হয়েছেন ক্রীড়াঙ্গনের একাধিক তারকা। যারা দেশের পতাকা তুলে ধরেছেন বিশ্বমঞ্চে।

ক্রীড়ার মানোন্নয়ন, পর্যাপ্ত  ক্রীড়া  অবকাঠামোগত সুবিধাদি  এবং  সঠিক  প্রশিক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে ‘বাংলাদেশ  ইন্সটিটিউট  অব স্পোর্টস’  (বিআইএস)  প্রতিষ্ঠার  পরিকল্পনা  করে। এরপর ১৯৮৩ সালে যার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ  ক্রীড়া  শিক্ষা  প্রতিষ্ঠান  (বিকেএসপি)।  ১৯৮৬ সালের  ১৪ এপ্রিল  প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর থেকেই বিকেএসপি সর্বোচ্চ একাগ্রতার সাথে উচ্চমানের খেলোয়াড় তৈরির কাজ  নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাভারে মূল বিকেএসপির বাইরেও পাঁচটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে প্রতিষ্ঠানটির। সেগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনা ও সিলেটে।

ভবিষ্যত অ্যাথলেটদের স্বপ্নের ঠিকানা বিকেএসপি কেমন চলছে? কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন অ্যাথলেটরা। রাইজিংবিডি-র ধারাবাহিক প্রতিবেদনে উঠে আসবে সব। আজ পড়ুন সিলেট বিকেএসপির আদ্যোপান্ত।

আরও পড়ুন : বিকেএসপিতে ভর্তি হতে চান?

উপমহাদেশের সেরা ফুটবল একাডেমি হওয়ার কথা ছিল। কথা দেওয়া হয়েছিল এখানে আসবে ফিফা, এএফসির কোচ-ট্রেনাররা। আসবেন বড় বড় ফুটবল তারকারা। শুধু তাঁরাই নন, বিদেশ থেকে পুষ্টিবীদ, মনোবিদ নিয়ে আসা হবে। তৈরি করা হবে আগামী প্রজন্মের ফুটবলার। কিন্তু ছয় বছরেও সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেছে সিলেট বিকেএসপিতে। তবে আশার কথা হচ্ছে এত অপূর্ণতার মাঝেও ফুটবলার তৈরি হয়েছে এখানে। এখানকার অনূর্ধ্ব-১৫ দল সাফ জিতিয়েছেও। কিন্তু আন্তর্জাতিক মানের কোনো সুযোগ-সুবিধাই তাঁদের দেওয়া হয়নি!

২০০৫ সালে সিলেট বিকেএসপির যাত্রা শুরু। ২০১২ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ প্রতিষ্ঠানের বরাদ্দ পায়। ফিফার অর্থায়নে একটি পূর্ণাঙ্গ ফুটবল একাডেমি করার উদ্যোগ নিয়েছিল বাফুফে। তবে একাডেমি করতে পারেনি তারা। ফলে ২০১৬ সালের ২০ ডিসেম্বর এই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ফের হাতে নেয় বিকেএসপি। এরপর ২০১৭ সালে ৩২ জন প্রশিক্ষণার্থী নিয়ে ফুটবল ডিসিপ্লিন দিয়ে এই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হয়। এরপর আর কোন ডিসিপ্লিন যুক্ত হয়নি। তবে গত মাসেই এই কেন্দ্রে  তায়কোয়ান্দো  যুক্ত করা হয়। তবে করোনা ভাইরাস সংকটের কারণে এ ডিসিপ্লিনের প্রশিক্ষণ এখন আটকে আছে বলে জানালেন সংশ্লিষ্টরা।

বলুন তো, একটি জিমনেশিয়াম কিংবা সুইমিংপুল আধুনিকায়ন করতে কতোদিন সময়ের প্রয়োজন হয়?  সিলেট বিকেএসপি চালুর পর থেকে আজ পর্যন্ত শুধু শোনাই গেল, এখানকার জিম এবং সুইমিংপুল আধুনিকায়ন করা হবে। তবে ওই পর্যন্তই সব। মাঠের ফুটবল দিয়ে এখানে খেলোয়াড় তৈরি হচ্ছে ঠিকই। কিন্তু ছেলেদের সুযোগ-সুবিধার বিষয়ে তথৈবচ। আর এটি অনুভব করছেন এখানকার ফুটবল কোচ রবিউল ইসলামও, ‘প্রশিক্ষণার্থীদের জন্য জিম খুবই প্রয়োজন। জিমনেসিয়াম ভবন থাকলেও সেখানে পর্যাপ্ত সরঞ্জাম নেই। শুনেছি সরঞ্জামের অনুমতি হয়ে গেছে; করোনার কারণে তা আটকে আছে। এছাড়া সুইমিং একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে বেশি দরকারি অনুশীলন। শুনেছি সুইমিংপুল সচল করারও উদ্যোগ নেয়া হয়েছে।’ 

সীমাবদ্ধতা থাকলেও সিলেট বিকেএসপি নতুন খেলোয়াড় তৈরিতে অবদান রেখে আসছে। বিভিন্ন বয়সভিত্তিক দলে এখানকার বেশ কয়েকজন প্রতিভাধর ফুটবলার খেলছেন। তবে জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি করতে পারেনি এখনও। শিক্ষা কার্যক্রম অষ্টম শ্রেণি পর্যন্ত হওয়ার কারণে পরবর্তীতে কেউই থাকতে পারেনা এই প্রশিক্ষণ কেন্দ্রে।  ফলে সিনিয়র লেভেলের জন্য খেলোয়াড়ও তৈরি করা যায় না। তবে সংশ্লিষ্টরা শোনালেন আশার বাণী, ‘উচ্চতর শিক্ষা চালুর জন্য এখানে ৬ তলা বিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণাধীন। এই ভবন চালু হলে এখানেই উচ্চতর শ্রেণিরও পাঠদান করা হবে।’

তবে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আশাবাদী কোচ, ‘২০১৭ সালে প্রথম ব্যাচে ৩২ জন প্রশিক্ষণার্থী ছিলো। ওই ব্যাচের ১৪ জন ছেলে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছে। এ বছর অনূর্ধ্ব-১৬ তে খেলা ৭জন এই কেন্দ্রের প্রশিক্ষণার্থী। এছাড়া ২০১৭ ও ’১৮ সালে আসা ব্যাচের কয়েকজন অনুর্ধ্ব-১৯ দলে খেলছেন। এখানকার বর্তমান ব্যাচের ১৫-১৬ জন বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলছেন। তরুণ খেলোয়াড়দের নিয়ে আমরা আশাবাদী। সীমাবদ্ধতার ভেতরেও তাদেরকে সর্বোচ্চ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিকট ভবিষ্যতে সিলেট বিকেএসপি থেকে আরও ভালোমানের ফুটবলার পাবে বাংলাদেশ।’ 

সিলেট শহর বাইপাসের সুরমা গেইট পয়েন্ট থেকে একটু এগুলেই দেখা মিলবে সিলেট বিকেএসপি। শহর থেকে দূরত্ব ১১ কিলোমিটার। চারদিকে নীরবতা, কোলাহলমুক্ত এমন পরিবেশের ১৩ একর আয়তনের এই ক্যাম্পাসে চলছে আগামীর খেলোয়াড় তৈরির কার্যক্রম। বর্তমানে শুধুমাত্র ফুটবল ডিসিপ্লিনে প্রশিক্ষণার্থী আছেন ৭০ জন। সাভারের মূল বিকেএসপির পর সিলেট বিকেএসপি ফুটবলার তৈরির বড় ঠিকানা। নতুন যোগ হয়েছে তায়কোয়ান্দো। এই ডিসিপ্লিনের প্রথম ব্যাচে যোগ দেবেন ১৮ শিক্ষার্থী। দুটি ফুটবল মাঠের পাশাপাশি একটি টেনিস কোর্টও আছে এখানে। ফুটবলের একটি মাঠে সিনটেথিক ফুটবল টার্ফ নির্মাণ করা হচ্ছে। চারজন কোচ এবং ছ’জন শিক্ষককে নিয়ে চলছে সকল কার্যক্রম।

ভবিষ্যতে আঞ্চলিক এ প্রশিক্ষণ কেন্দ্রের সাফল্য নিয়ে আশাবাদী ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. ইসরাফিল আলম। তিনি বলেন, ‘ছেলেদের লেখাপড়ার জন্য একটি ৬ তলার কলেজ ভবন নির্মাণ করা হচ্ছে। এই ভবন নির্মাণ হলে ১১০ থেকে ১২০ জনের প্রশিক্ষণ দেয়া যাবে। বর্তমানে ফুটবল এবং  তায়কোয়ান্দো  নিয়েই কাজ চলছে। ডিসিপ্লিন বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে। তবে জায়গা বৃদ্ধি করতে না পারলে মাঠের সংখ্যা বাড়বে না। ক্রিকেট করতে হলে বড় দুটি মাঠ লাগবে। ভবিষ্যতে জায়গা বৃদ্ধি হলে ক্রিকেটসহ অন্য ডিসিপ্লিন চালু হবে।’ 

সিলেট বিকেএসপিতে একজন খন্ডকালিন চিকিৎসক সপ্তাহে দু’দিন সেবা প্রদান করেন। তবে কেউ গুরুতর অসুস্থ হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে পূর্ণকালীন একজন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে। একই সাথে পাঁচ বেডের একটি মেডিকেল সেন্টার নির্মাণের অনুমোদন হয়ে গেছে। কিন্তু করোনা সংকটের কারণে এ দু’টিও আটকে আছে বলে জানালেন তিনি।

আরও পড়ুুন:  সীমাবদ্ধতা পেরিয়ে খুলনা বিকেএসপির এগিয়ে চলা

 

ঢাকা/নোমান/ইয়াসিন/কামরুল



from Risingbd Bangla News https://ift.tt/3bU87I7
Share:

বই পড়ে সময় কাটছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের

বই পড়ে সময় কাটছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের

মেহেদী হাসান ডালিম

করোনার কারণে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালতগুলোতে সাধারণ ছুটি চলছে। ফলে বিচার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। অনির্ধারিত এই ‘অবকাশকে’ নিজেদের দক্ষতা বৃদ্ধির কাজে লাগাচ্ছেন সুপ্রিম কোর্টের ব্যস্ত আইনজীবীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশে ৫০ হাজারের বেশি আইনজীবী রয়েছেন। এরমধ্যে সুপ্রিম কোর্টে নিয়মিত আইন পেশায় আছেন পাঁচ হাজারেরও বেশি আইনজীবী।  এই ছুটিতে তাদের সময় কাটছে আইনের বই, দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় দেওয়া রায় পড়ে।  পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছেন তারা।

অ্যাডভোকেট মো. হুমায়ন কবির।  শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় এসেছে তার হাত ধরে।  সুপ্রিম কোর্টের এ আইনজীবী শিক্ষা সংক্রান্ত আইনের ওপর বিভিন্ন বইও লিখেছেন।

করোনার দিনগুলোতে কী করছেন জানতে চাইলে অ্যাডভোকেট মো. হুমায়ন কবির বলেন, হোম কোয়ারেন্টাইনে থেকে ইতিমধ্যেই দুটি বইয়ের এডিটিং শেষ করেছি। একটি হলো রুলিং অন এডুকেশনাল ম্যানেজমেন্টের দ্বিতীয় পর্ব, অন্যটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিধি দ্বিতীয় পর্ব।  বই দুটির এডিটিং করতে অনেক সময় দিতে হয়েছে। আইনের বইতো পড়ছিই। সত্যজিৎ রায়ের বাংলা ছবিগুলো দেখছি। পরিবারকে সময় দিচ্ছি।

এ সময় সবাইকে ঘরে থাকার ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। বিভিন্ন গুরুত্বপূর্ণ ফৌজদারি ও দেওয়ানি মামলায় আইনি লড়াই করে সুনাম কুড়িয়েছেন।

দিন কীভাবে কাটছে জানতে চাইলে সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, আইনের ওপর বিভিন্ন বই পড়ছি। আর্টিকেল লিখছি। আমাদের চেম্বারের যেসব রুল শুনানির জন্য আছে, আবার দেওয়ানি মামলা শুনানির জন্য আছে সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। সাবমিশনের জন্য আইনগত দিকগুলো খুঁজে বের করছি। কিছু মামলার ড্রাফটিং অসম্পূর্ণ ছিলো, তা শেষ করেছি।

সানজিদ বলেন, আমাদের চেম্বারের সব অ‌্যাসোসিয়েটস মিলে সপ্তাহে তিনদিন জুমে মিটিং করছি। ব্যস্ততার কারণে তো ফ্যামিলিকে বেশি সময় দিতে পারতাম না।  এখন ফ্যামিলিকেও সময় দিচ্ছি।

ছুটির এ সময়টায় প্রত্যেকে নিজের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে নিতে পারি বলে পরামর্শ দেন তিনি।

অ্যাডভোকেট ইশরাত হাসান।  জনস্বর্থে বিভিন্ন আলোচিত মামলায় আইনি লড়াই করে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন।

হোম কোয়ারেন্টাইনের দিনগুলো নিয়ে ইশরাত হাসান বলেন, ভীষণ ব্যস্ত জীবনে বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছি। কোর্ট যখন বন্ধ দিতো তখনও কাজ করতাম। তাই, পরিবারকে তেমন সময় দিতে পারতাম না। এখন পরিবারকে, বিশেষ করে আমার সন্তান উমাইরকে সময় দিতে পারছি।  পরিবারের সবাই মিলে কাজ করা, রান্না করা, একসঙ্গে খাওয়া, গল্প করছি। মনে হয় যেন আবার ছোটবেলা ফিরে পেয়েছি। আমার আগে প্রচুর গল্পের বই পড়তে ভালো লাগতো।  এখন সেই  ইচ্ছে পূরণ করছি।

ইশরাত বলেন, করোনা পরিস্থিতিতে আমার উপলব্ধি হয়েছে, সুস্থ থাকাই আসল। পারিবারিক বন্ধন সবচেয়ে জরুরি।

পরামর্শ দিয়ে এ অ্যাডভোকেট বলেন, যথাসম্ভব দান করুন। অন্যদের অবস্থার খোঁজ নিন।  বাইরের জিনিসপত্র বাসার ভেতরে নেওয়ার আগে সতর্ক থাকুন।  মাস্ক ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।

ফৌজদারি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় আইনি লড়াই করে সুনাম অর্জন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

ছুটির দিনগুলোর বিষয়ে তিনি বলেন, আগেতো প্রতিদিন কোর্ট-চেম্বারে করে, ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে সময় কেটে যেতো।  ক্লান্ত হয়ে বাসায় ফিরতাম। ক্লান্তির দিনগুলোতে মাঝে মাঝে ভাবতাম কবে অবকাশ পাবো। কিন্তু এখন অনিশ্চিত এই অবকাশ আর এনজয় করতে পারছি না।  হোম কোয়ারেন্টাইনে থেকে আমার উপলব্ধি হয়েছে জীবনের সৌন্দর্য কাজের মধ্যে নিহিত। কিছু পজিটিভ দিকও আছে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি।  আইনের অনেক বই,বিভিন্ন লেখকের বই পড়ছি।

এই অফুরন্ত অবসরে আমরা যেন আরাম প্রিয় না হয়ে যায়, তাই বসে না থেকে সময়কে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

 

ঢাকা/মেহেদী/জেডআর



from Risingbd Bangla News https://ift.tt/3f9Jaus
Share:

টিভিতে আজ

টিভিতে আজ ১ মে, ২০২০ টিভিতে আজ সময় দেখাবে আইপিএল হাইলাইটস ২০০৯ সকাল ১১টা স্টার স্পোর্টস-১ ভারত-পাকিস্তান, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭ সকাল ১১টা ৩০ মিনিট স্টার স্পোর্টস -১ ক্রিকেটস গ্রেটেস্ট সকাল ১১টা স্টার স্পোর্টস সিলেক্ট-১ ম্যানসিটি-টটেনহাম প্রিমিয়ার লিগ সকাল ১১টা ৩০ মিনিট স্টার স্পোর্টস... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2y4V1cB
Share:

অস্তিত্ব সংকটে দিনচুক্তির শ্রমিক

সায়েদাবাদে মালামাল টানার শ্রমিক জাকির মিয়া এক ঝুড়ি ফল নিয়ে ফুটপাতে বসেছেন। পাশে ১০ বছরের সন্তান। ছেলেকে মাস্ক পরিয়ে বসিয়ে রেখেছেন। তার কাজ পুলিশ আসছে কিনা দেখা। পুলিশের গাড়ি দেখলেই ঝুড়িটি নিয়ে পাশের গেটে ঢুকে পড়বেন। গত ১৫ দিন ধরে এটা তার কাজের অংশ। করোনার জন্য সাধারণ ছুটি ঘোষণা ও বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ জারির পরে প্রথম কয়দিন তিনি বের হননি বাড়ি থেকে। পুলিশেরও কড়া পাহারা ছিল সেই সময়ে।... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2xt3bv2
Share:

সাতক্ষীরায় এনজিও কর্মী করোনা আক্রান্ত

সাতক্ষীরায় এনজিও কর্মী করোনা আক্রান্ত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার কাপাসডাঙ্গা গ্রামে সঞ্জয় সরকার নামে এক এনজিও কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার সময় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত তার করোনা শনাক্তের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, গত ২৮ এপ্রিল সঞ্জয় সরকারের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।   

আজ সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট ইউনিট থেকে করোনা শনাক্তের বিষয়টি তাকে ফোনে নিশ্চিত করা হয়েছে।  শুক্রবার এ বিষয়ে লিখিত রিপোর্ট পাওয়া যাবে।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, আক্রান্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তার বাড়িসহ সংস্পর্শে আসা সকলের বাড়ি লকডাউন করা হবে এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।  

এদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার জানান, সঞ্জয় সরকার নামে এক যুবকের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সাতক্ষীরা থেকে পাঠানো এই প্রথম কোন ব্যক্তির নমুনা করোনা পজেটিভ পাওয়া গেলো। 

 

শাহীন/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/3aPh6Jv
Share:

ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত ২৮০

ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত ২৮০

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগে নতুন করে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে এই ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্তের সংখ্যা ২৮০ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ ।

তিনি বলেন, ‘৩ শিফটে ২৮২ নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ময়মনসিংহ নগরীর চরপাড়ার এক নারী,  শেরপুর জেলার এক চিকিৎসক, জামালপুর জেলার সদর উপজেলার ১, সরিষাবাড়ী উপজেলার ২, মেলান্দহ উপজেলার ২, ইসলামপুর উপজেলার  ১, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ২ ও মদন উপজেলার ১ জন রয়েছেন।'

তিনি আরো বলেন, ‘এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২৮০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৪৫ জন,  জামালপুর জেলায় ৬৫ জন, নেত্রকোনা জেলায় ৩৯ এবং শেরপুর জেলায় ৩১ জন।'

 

মিলন/টিপু



from Risingbd Bangla News https://ift.tt/2WdGkvQ
Share:

করোনা আক্রান্ত নার্সের আর্তনাদ : আমি কি না খেয়ে মারা যাবো?

করোনা আক্রান্ত নার্সের আর্তনাদ : আমি কি না খেয়ে মারা যাবো?

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিক্যাল কলেজের সিনিয়র নার্স ও নার্সিং সুপারভাইজার শিলা রানী দাসের পরিবার সমাজপতিদের নিগ্রহের শিকার হয়েছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের লোকদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে তার পরিবার। এমনকি জোরপূর্বক বাড়ি লকডাউন করে তার খাবারও বন্ধ করে দেয়া হয়েছে— মর্মে তিনি নিজেই অভিযোগ করেছেন।

তিনি খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) কর্তব্যরত ছিলেন। এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

তাতে তিনি উল্লেখ করেছেন, ‘আমার সমাজের কাছে প্রশ্ন: আমি রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছি, এখানে আমার অপরাধটা কোথায়? আমি কি কোনো অপরাধী? যে আমাকে খাবারটা পর্যন্ত দেয়া যাবেনা! আমি কি- না খেয়ে মারা যাবো? এ কেমন বিচার?’

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সিনিয়র নার্স শিলা রানী দাসের করোনা ধরা পড়ে। যিনি গত ৪ এপ্রিল থেকে খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) কর্তব্যরত ছিলেন। আক্রান্ত হওয়ার পর তাকে ওই হাসপাতালেই রাখা হয়েছে। তিনি নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের এমএ বারী সড়ক, সিএসএস রেভা পলস স্কুলের পশ্চিম পাশের বাসিন্দা।

বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘আমার খুব কষ্ট লাগছে আমাদের এলাকার কমিশনারসহ কিছু লোকের কর্মকাণ্ড শুনে। আমি যখন করোনা হাসপাতালে ভর্তি হই তখন তারা আমার বাসার কাজের লোকের বাসা লকডাউন করছে, ঠিক আছে! কিন্তু আমি একজন নিরামিষভোজী, আমার বাড়ির মানুষজন বলেছে আমার খাবারের ব্যবস্থা করতে, আমি নিজেও বলেছি.. কিন্তু তারা মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে! আমার সমাজের কাছে প্রশ্ন আমি রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছি এখানে আমার অপরাধটা কোথায়? আমি কি কোনো অপরাধী যে আমাকে খাবারটা পর্যন্ত দেয়া যাবেনা! আমি কি না খেয়ে মারা যাবো? এ কেমন বিচার? কারা এদেরকে এলাকার মানুষের দেখা শোনার ভার দিয়েছে?’

এ বিষয়ে শিলা রানী দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলা প্রশাসন থেকে আমার বাড়ি বা কাজের লোকের বাড়ি লকডাউন করা হয়নি। ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ৩ জন ঘনিষ্ট লোক এই লকডাউন করেছে। ওয়াহিদ ও তৌফিক নামে দুইজন কাউন্সিলরের নাম ভাঙিয়ে বাসায় খাবার দিতে দিচ্ছে না। বাসায় আমার মেডিক্যাল পড়ুয়া মেয়ে না খেয়ে আছে।

তবে, বিষয়টি অস্বীকার করে ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি জানান, আমি ওই নার্সের মেয়েকে বুধবার বাসায় গিয়ে সান্তনা দিয়ে এসেছি, খাবারের জন্য তার কাছে কেউ ফোন করেনি। কাজের লোকের বাসা লকডাউন করলে পুলিশ প্রশাসন করেছে, তিনি জানেন না।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবীর পিপিএম বলেন, ‘ওই নার্সের পরিবারকে হয়রানির বিষয়টি আমি জানতাম না। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

 

খুলনা/নূরুজ্জামান/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/3aQfr6b
Share:

ইতালিতে একদিনে করোনা থেকে সুস্থতার নতুন রেকর্ড

ইতালিতে একদিনে করোনা থেকে সুস্থতার নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ইতালির অবস্থান। ইউরোপের এই মৃত্যুপুরীতে এখন আশার আলো জ্বলছে। দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক রোগী করোনা থেকে সুস্থ হয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান বেসামরিক নিরাপত্তা সংস্থা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইতালিতে ৭৫ হাজার ৯৪৫ জন সুস্থ হয়েছে। গত বুধবার একদিনেই রেকর্ড ৪ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছে। গত চার দিনে সবচেয়ে কম ২৮৫ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে এই দিন। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৭২ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন। প্রাণহানি হয়েছে ২৭ হাজার ৯৬৭ জনে।

আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে থাকায় ৪ মে থেকে ইতালির লকডাউন শিথিল করা হচ্ছে। রোম ও ফ্লোরেন্স বিমানবন্দর খুলে দেওয়া হচ্ছে।

 

ঢাকা/ফাহিম



from Risingbd Bangla News https://ift.tt/2yjdVwn
Share:

ভারতে করোনায় মারা যাওয়া ৬৫ শতাংশই ‍পুরুষ

ভারতে করোনায় মারা যাওয়া ৬৫ শতাংশই ‍পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৬৫ শতাংশই পুরুষ।  এর মধ‌্যে অন্তত অর্ধেকের বেশির বয়স ৬০ বছরের বেশি বলে দেশটির জাতীয় স্বাস্থ‌্য মন্ত্রণালয় প্রকাশিত তথ‌্যে উঠে এসেছে।

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে প্রকাশিত সবশেষ তথ‌্যে জানা যায়, ভারতে কোভিড-১৯ রোগে মারা গেছেন এক হাজার ৭৪ জন।  যাদের মধ‌্যে ৬৫ শতাংশই পুরুষ।

বয়স্ক এবং ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি অথবা হার্টের সমস‌্যায় যারা ভুগছেন করোনায় আক্রান্ত হয়ে তাদের মৃতু‌্য ঝুঁকি বেশি।  কোভিড-১৯ রোগে দেশটিতে মারা যাওয়াদের কমপক্ষে ৭৮ শতাংশ জটিল স্বাস্থ‌্য সমস‌্যায় ভুগছিলেন এবং ৫১ শতাংশের বেশির বয়স ছিলো ৬০ এর বেশি। 

এ বিষয়ে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেন, তথ‌্যচিত্রই বলে দিচ্ছে বয়স্ক এবং জটিল রোগে আক্রান্তরা বেশি ঝুঁকিতে রয়েছেন, যাদের বেশি করে যত্ন নিতে হবে।

এদিকে গত ২২ এপ্রিল মার্কিন জার্নাল জামা (জার্নাল অব দ‌্যা আমেরিকান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশন) এক প্রতিবেদন প্রকাশ করে। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ১২ হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৬ হাজার রোগীর ওপর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীন ৬০ শতাংশই পুরুষ।  যার মধ‌্যে প্রায় চারশ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন।

 

জেডআর



from Risingbd Bangla News https://ift.tt/2y8bixs
Share:

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমন-ই এক ক্রিকেটীয় পরিসংখ্যানের সাথে পরিচয় করে দেব এবার।

কোনো ক্রিকেটারের উইকেট ও রান সংখ্যা বিবেচনায় এনে তাকে অলরাউন্ডারের ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়। একই সাথে কোনো ক্রিকেটারের যদি ব্যাটিং গড় তাঁর বোলিং গড়ের চেয়ে বেশি হয় তবে তাকে সেরা অলরাউন্ডার বলে গণ্য করা হয়।

ওয়ানডে ক্রিকেটে ১০০০ রান ও ২০০ উইকেট বিবেচনায় অলরাউন্ডারদের তালিকা করলে মাত্র ১৯ জন ক্রিকেটার জায়গা করে নিতে পারেন। তবে এদের মধ্যে কেবল ৩ জন ক্রিকেটারের ব্যাটিং গড় তাঁর বোলিং গড়ের চেয়ে বেশি।

এই তালিকায় সবার উপর আছেন দক্ষিণ আফ্রিকান গ্রেট জ্যাক ক্যালিস। এই প্রোটিয়া ওয়ানডে ক্যারিয়ারে ৪৪.৫৬ গড়ে ১১৫৭৯ করার পাশাপাশি ৩২৮ ম্যাচে ৩১.৭৯ গড়ে মোট উইকেট নিয়েছেন ২৭৩টি। ক্যালিসের বোলিং-ব্যাটিং গড়ের পার্থক্য ১২.৫৭।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০৬ ম্যাচে এই টাইগার ক্রিকেটার ৩৭.৮৬ গড়ে ৬৩২৩ রানের পাশাপাশি ৩০.৩৩ গড়ে উইকেট নিয়েছেন ২৬০টি। সাকিবের বোলিংয়ের চেয়ে ব্যাটিং গড় ৭.৬৪ বেশি।

আর তালিকায় তৃতীয় ক্রিকেটার হলেন আরেক প্রোটিয়া ক্রিকেটার শন পোলক। ওয়ানডে ক্যারিয়ারে ৩৫১৯ রান ও ৩৯৩ উইকেট শিকার করা পোলকের ব্যাটিং-বোলিং গড়ের পার্থক্য ১.৯৫।

 

ঢাকা/কামরুল



from Risingbd Bangla News https://ift.tt/2yWvnXq
Share:

ইলিশ আহরণে আজ থেকে মেঘনায় নামছেন জেলেরা

নিষেধাজ্ঞার দুই মাস শেষে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে আবারও পুরোদমে মাছ ধরতে নামছেন জেলেরা। ইলিশ আহরণে আর কোনও বাধা থাকছে না। করোনা পরিস্থিতির মধ্যেই জাল ও নৌকা মেরামতসহ সব ধরনের কাজ সেরে আজ শুক্রবার (১ মে) থেকে মাছ শিকারে নদীতে নামছেন জেলেরা। জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছেন। তাদের মধ্যে ৪৩ হাজার ৪৭২ জন জেলে নিবন্ধিত। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/35pk2eO
Share:

সম্ভাব্য ১০২টি প্রতিষেধক তৈরির কাজ চলছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সম্ভাব্য ১০২টি প্রতিষেধক তৈরির কাজ চলছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগের সম্ভাব্য ১০২টি প্রতিষেধক তৈরির কাজ চলছে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে একটি নথি প্রকাশ করে এ তথ্য জানায় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সম্ভাব্য ৮টি প্রতিষেধক ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। চারদিন আগেও যে সংখ্যা ছিল ৭টি। নতুন করে যুক্ত হয়েছে চীনের একটি প্রতিষেধক। তবে তা মানবদেহে প্রয়োগ করা হয়েছে কিনা পরিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবশ্য অন্য ৭টি মানবদেহে প্রয়োগ করা হয়েছে।

ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পাওয়া প্রতিষেধকের মধ্যে চারটি চীনের। এছাড়া যুক্তরাষ্ট্র ও আমেরিকায় একটি করে প্রতিষেধক তৈরির কাজ চলছে। আর অন্যটি যৌথভাবে তৈরি করছে জার্মানি ও ব্রিটিশ কোম্পানি।

আমেরিকান ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ (এনআইএইচ) গত ১৬ মার্চ প্রথমবার মানবদেহে করোনার সম্ভাব্য প্রতিষেধক প্রয়োগ করে। আর গত ২৩ এপ্রিল যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি সম্ভাব্য প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল করে মানুষের শরীরে। এই প্রতিষেধক নিয়ে বেশ আশাবাদী গবেষকরা, তাদের আশা জুনেই আসবে এই পরীক্ষার ফলাফল।

আপাতত প্রচলিত ওষুধ দিয়ে করোনার চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা। সম্প্রতি রেমডিসিভির ব্যবহারের সুফল পেয়েছে মার্কিন চিকিৎসকরা। করোনা রোগীদের মধ্যে দ্রুত সুস্থ হওয়ার ইঙ্গিত পেয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসকরাও আশাবাদী।

 

ঢাকা/ফাহিম



from Risingbd Bangla News https://ift.tt/2KNW97d
Share:

নাগরপুরে ঢাকাফেরত যুবক করোনায় আক্রান্ত, ১০ বাড়ি লকডাউন

নাগরপুরে ঢাকাফেরত যুবক করোনায় আক্রান্ত, ১০ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে আরও এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় করোনা শনাক্ত হওয়ায় ওই যুবককে বাড়িতে আলাদা কক্ষে রেখে আশেপাশের ১০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান।

আক্রান্ত ঢাকাফেরত ওই যুবক (২৯) উপজেলার মোকনা ইউনিয়নের কোনগা গ্রামের বাসিন্দা।

ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ‘আক্রান্ত ওই যুবক ঢাকায় যুগান্তর পত্রিকা অফিসে ইলেকট্রেশিয়ান পদে কর্মরত ছিলেন। গত কদিন আগে তার জ্বর সর্দির উপসর্গ দেখা দিলে সে গত শনিবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বাড়ি চলে আসেন। পরে আজ সন্ধ্যায় আইইডিসিআর থেকে আমাকে ফোন করে ওই যুবকের করোনা পজেটিভের বিষয়ে জানানো হয়। পরে আমি ওই যুবককে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করি। এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তারা রাতেই আক্রান্তকে তার বাড়ির আলাদা ঘরে রেখে আশেপাশের ১০ বাড়ি লকডাউন করে দেয়। আগামীকাল তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, এর আগে উপজেলায় করোনা আক্রান্ত আরও দুই যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নতুন এই যুবক আক্রান্ত হওয়ায় জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

 

টাঙ্গাইল/সিফাত/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/3aZemJH
Share:

‘সামাজিক দূরত্ব নিশ্চিত করে লকডাউন তুলতে হবে’

‘সামাজিক দূরত্ব নিশ্চিত করে লকডাউন তুলতে হবে’

মাকসুদুর রহমান

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে অঘোষিত লকডাউন চলছে। অবশ্য জনসাধারণের অসুবিধার কথা চিন্তা করে ইতোমধ্যে কিছু নিয়ম শিথিল করা হয়েছে। তবে লকডাউন তুলতে হলে স্বাস্থ্যবিধির সঙ্গে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন অভিজ্ঞজনেরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. আতিকুল হক রাইজিংবিডিকে বলেন, ‘‘চাইলেই লকডাউন শিথিল করা ঠিক হবে ন। ভাইরাসটি দুর্বল না হওয়া পর্যন্ত অনেক কিছু মেনে চলতে হবে। মানুষের অবাধ চলাচলে যেকোনো সময় ভাইরাসের বিস্তার বৃদ্ধি পাবে। ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে।’’

জনগণকে সতর্ক করে ডা. আতিকুল হক আরও বলেন, ‘‘জ্বর, কাশি, গলাব্যথা না হলে যে আপনি আক্রান্ত নন, তা বলা যাবে না। ভাইরাসটি যেকোনো সময় ভয়ঙ্কর রূপ নেয়। যেটা ইতোমধ্যে মেডিকেল সায়েন্স পরিষ্কার করেছে।’’

লকডাইন তোলা হলে- ঠিকমতো হাত পরিষ্কার, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, না হলে চরম মূল্যও দিতে হতে পারে।

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘‘এক মাসে ভাইরাসটি কীভাবে মোকাবিলা করতে হবে তার অনেক কিছু শিখেছি আমরা। বিশেষ করে পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করা, ঘর পর্যন্ত খাবার পৌঁছে দেওয়া ইত্যাদি। ছুটি শেষে সব কিছু স্বাভাবিক হলেও পুলিশ আগের মতো সামাজিক দূরত্ব বজায় রাখতে যে কাজ করেছে, তা অব্যাহত রাখবে।’’

এ জন্য সবাইকেও এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ছুটি শেষ কিংবা বিধিনিষেধ শিথিল হলেও ভাইরাসের সংক্রমণ রোধে থানা পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। বিশেষ করে রাস্তায়, বাজার, শপিংমল, বাস, ট্রেন, লঞ্চঘাট, বিমানবন্দর, সীমান্তসহ যেসব স্থাসে জনসমাগম হয়, সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে।

 

ঢাকা/বকুল



from Risingbd Bangla News https://ift.tt/2zKe789
Share:

রাজশাহীতে করোনায় মৃত্যু ঘোষিত বৃদ্ধের রিপোর্ট নেগেটিভ

রাজশাহীতে করোনায় মৃত্যু ঘোষিত বৃদ্ধের রিপোর্ট নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে করোনা আইসোলেশন ইউনিটে গত রোববার (২৬ এপ্রিল) আব্দুস সোবহান নামে এক বৃদ্ধ মারা যান। প্রথম দফা নমুনা পরীক্ষায় তার করোনা ‘পজিটিভ’ এসেছিল।

তবে সন্দেহ থেকে দ্বিতীয় দফায় পরীক্ষার জন্য মৃত্যুর আগের দিন ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদন ‘নেগেটিভ’ এসেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) অধ্যক্ষ নওশাদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই ব্যক্তির ফুসফুসে পানি ও বাতাস জমায় চিকিৎসকরা তাকে বাঁচানো যায়নি বলে জানান তিনি।

৮০ বছর বয়সি আব্দুস সোবহানের বাড়ি বাঘা উপজেলার একটি গ্রামে। তাকেই রাজশাহীতে করোনায় মৃত প্রথম ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এখন নিশ্চিত হওয়া গেলো যে এই রোগে আক্রান্ত হয়ে রাজশাহীতে আর কারও মৃত্যু হয়নি।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল ওই বৃদ্ধ জ্বর ও প্রসাবের যন্ত্রণা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। এক্স-রে করার পর চিকিৎসকেরা সন্দেহ করেন, তিনি করোনায় আক্রান্ত হতে পারেন। চিকিৎসকেরা তার নমুনা পরীক্ষা করান।

পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে। তার পর থেকে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। কিন্তু এর আগেই অনেক চিকিৎসক ও নার্স ওই বৃদ্ধের সংস্পর্শে এসেছিলেন। এমন ৪২ জন চিকিৎসক, নার্স ও কর্মচারীর নমুনা পরীক্ষা করা হয়।

এছাড়া, ওই রোগীর সঙ্গে থাকা তার স্ত্রী ও সন্তানেরও নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষায় একটি প্রতিবেদনও ‘পজিটিভ’ আসেনি। ফলে চিকিৎসকেরা ওই রোগীর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। গত শনিবার নমুনা সংগ্রহ করা হয়। পরের দিন সেই নমুনা পরীক্ষার আগেই তার মৃত্যু হয়।

এদিকে, রাজশাহী বিভাগীয় করোনা পরিস্থিতি মোকাবিলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রামেক হাসপতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত সবাইকে নগরীর ভেতরে নির্ধারিত জায়গা মেহেরচণ্ডি কবরস্থানে দাফন করা হবে। তাই ওই বৃদ্ধের লাশ বাঘা উপজেলার গ্রামের বাড়িতে নিতে দেয়া হয়নি। অবশ্য স্থানীয় লোকজনের বাধার মুখে নির্ধারিত কবরস্থানেও লাশ দাফন করা যায়নি। শেষ পর্যন্ত নগরের হেতেমখাঁ কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

রামেক অধ্যক্ষ নওশাদ আলী বলেন, দ্বিতীয় পরীক্ষায় ওই ব্যক্তির প্রতিবেদন করোনা ‘নেগেটিভ’ এসেছে। তিনি আসলে করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তার ফুসফুসে পানি ও বাতাস জমেছিল। এ কারণেই তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

রাজশাহী/তানজিমুল/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2zMJ77E
Share:

কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ে ভারতে ই-আইটিইসি কোর্স

কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ে ভারতে ই-আইটিইসি কোর্স

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশি অংশগ্রহণকারীদের জন্য কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক একটি ই-আইটিইসি কোর্সের আয়োজন করেছে।  ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) বিশেষভাবে বাংলাদেশিদের জন‌্য এই কোর্সের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

কোর্সটি ১২ ও ১৩ মে অনুষ্ঠিত হবে এবং ভুবনেশ্বরের এআইআইএমএস এর চিকিৎসা পেশাজীবীরা বাংলায় এটি পরিচালনা করবেন। এটি বাংলায় পরিচালিত প্রথম কোর্স ও চিকিৎসা পেশাজীবী, স্বাস্থ্যকর্মী এবং বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তারা এতে অংশ নিতে পারবেন। অনলাইন কোর্সের জন্য আগ্রহীদের https://ift.tt/3aUzX5G এই ঠিকানায় নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।

ভারত ও বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এরইমধ্যে কোভিড-১৯ পরিচালনায় সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া ও নিজেদের সেরা অনুশীলনগুলো বিনিময় বিষয়ে আলোচনার জন্য ভিডিও সম্মেলন করেছেন। এছাড়া, ভারতের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা ভারতীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটিইসি) কাঠামোর আওতায় স্বাস্থ্যসেবা দানকারীদের কোভিড-১৯ পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি বিষয়ে একাধিক অনলাইন প্রশিক্ষণ মডিউল তৈরি এবং পরিচালনা করেছেন।

গত ১৭ থেকে ২১ এপ্রিল এআইআইএমএস, রায়পুর এ ধরনের প্রথম অনলাইন কোর্সটি পরিচালনা করে এবং বর্তমানে ভারতের চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ দ্বিতীয় অনলাইন কোর্সটি পরিচালিত করছে। এ পর্যন্ত বাংলাদেশের ১৫০ জনেরও বেশি স্বাস্থ্য পেশাজীবী এ কোর্সগুলো দিয়ে উপকৃত হয়েছেন। আসন্ন কোর্সগুলোর বিস্তারিত https://itecgoi.in/e-itec.php এই ঠিকানায় পাওয়া যাবে।

ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধে একটি সহযোগিতামূলক আঞ্চলিক প্রচেষ্টার লক্ষ্যে ১৫ মার্চ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্ক নেতাদের নিয়ে একটি ভিডিও সম্মেলন করেছিলেন। ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই ই-আইটিইসি কোর্সের আয়োজন করা হয়েছে।

 

ঢাকা/হাসান/জেডআর



from Risingbd Bangla News https://ift.tt/2Wl2vAm
Share:

নিম্নবিত্তদের জন্য বাড়তি অর্থ সাহায্য ঘোষণা বঙ্গবন্ধুর

প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১ মে জাতির উদ্দেশে দেওয়া তাঁর ঐতিহাসিক ভাষণে নিম্ন আয়ের মানুষদের বাড়তি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। সমাজতান্ত্রিক অর্থনীতি গঠনে আত্মনিয়োগেরও আহ্বান জানান তিনি। নবগঠিত একটি রাষ্ট্রে নিম্নবিত্তকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক সক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষার বিষয়টি বেশ অভিনন্দিত হয় সেসময়। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সমাজতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য গৃহীত সরকারি... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3f7ZxYj
Share:

১৯৭২: সেবার ছিল অনন্য মে দিবস

লড়াই-সংগ্রামের জীবন শ্রমিকের। স্বাধীন বাংলাদেশে তাদের প্রথম মে দিবসের প্রাপ্তি ছিল অনেক বেশি। ১৯৭২ সালে শ্রমিকরা মে দিবস নিজেদের মতো করে উদযাপন করতে পেরেছিল। না চাইতেই বিশেষ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়া, দেশের অর্থনীতি পুনর্গঠনে শ্রমিকদের প্রতি আহ্বান জানানো— এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, যেখানে প্রধানমন্ত্রী তার শ্রমিকদের সঙ্গে নিয়ে অর্থনৈতিক কাণ্ডারি হওয়ার স্বপ্ন দেখেন। অভূতপূর্ব... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3f72sAp
Share:

করোনা ছড়ানোয় চীনকে শায়েস্তা করার সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

করোনা ছড়ানোয় চীনকে শায়েস্তা করার সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

নিউজ ডেস্ক

মহামারি করোনাভাইরাস নিয়ে নাজেহাল অবস্থায় আছে ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র। নভেম্বরে নির্বাচন। তার আগে করোনা নিয়ে হিমশিম খাচ্ছে ট্রাম্প সরকার। প্রায় ১১ লাখ আমেরিকান করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে প্রায় ৬৪ হাজার। মৃত্যু, অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা, নানারকম সমস্যা—সব মিলিয়ে নির্বাচনের আগে ট্রাম্প সরকার রয়েছে ব্যাকফুটে।

এমন সময় তারা চীনকে দেখে নেওয়া ও শায়েস্তা করার সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল)। স্বল্প ও দীর্ঘ মেয়াদে তারা চীনের বিরুদ্ধে নানারকম ব্যবস্থা নিবে করোনাভাইরাস ছড়ানোর দায়ে।

অবশ্য করোনাভাইরাস নিয়ে শুরু থেকেই ‘ব্লেম গেইম’ খেলছে যুক্তরাষ্ট্র ও চীন। মার্চের শুরুতে চীন সরকারের মুখপাত্র লিজিয়ান জোহাও এক টুইটা বার্তায় দাবি করেছিলেন মহামারি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উহানে ছড়িয়ে দিয়ে গেছে।

এরপর যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রশাসন চেষ্টা করছে চীনকে দোষারোপ করার। তারা শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছে ‘করোনাভাইরাস কোনো প্রাণী থেকে ছড়ায়নি, এটা মানবসৃষ্ট এবং উহানের ল্যাবরেটোরি থেকে ছড়িয়েছে’— এমনটা প্রমাণ করতে। কিন্তু এটার পক্ষে তেমন শক্ত কোনো প্রমাণ এখনো যোগাড় করতে পারেনি যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্সি কমিউনিটি (আইসি)।

যেহেতু তারা এটা প্রমাণ করতে পারেনি এখনো যে করোনা মানবসৃষ্ট কিংবা চীনের তৈরি জীবাণু অস্ত্র—তাই তারা দ্বিতীয় পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি চীন করোনাভাইরাসের বিষয়টি শুরুতে গোপন করেছে। তারা যদি সেটা না করতো তাহলে বিশ্ব এ বিষয়ে আরো সচেতন হতো এবং করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারতো না।

সুতরাং চীন বিষয়টি শুরুতে ইচ্ছা করেই চেপে গেছে এবং সে কারণেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রও। ‍সুতরাং তাৎক্ষনিকভাবে না হলেও দীর্ঘ মেয়াদে চীনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবেই।

এবং এটা তাদের নির্বাচনী কৌশলের একটি অংশ। তারা চীনের বিরুদ্ধে নানামুখী ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমেরিকানদের সহানুভূতি পেতে চাচ্ছে। পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক প্রণোদনা, যুক্তরাষ্ট্রের ঋণ বাধ্যবাধকতা পরিহার করা, নতুন বাণিজ্য পলিসি তৈরি করার মাধ্যমে তারা চীনকে শায়েস্তা করবে। এর মাধ্যমে দেশের জনগনের আস্থা ও সমর্থন অর্জন করবে। যাতে নির্বাচনে সুবিধা করতে পারে।

ট্রাম্প প্রশাসন সবার আগে জোর দিতে যাচ্ছে তাদের অর্থনীতি যে পিছিয়ে পড়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রয়োজনে তারা চীনের বিরুদ্ধে কঠোরও হবে।

নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র-চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়।

তথ্যসূত্র : সিএনএন ও লস অ্যাঞ্জেলেস টাইমস

 

ঢাকা/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/3d3B58z
Share:

Wednesday, April 29, 2020

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত বেড়ে ৪৩

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত বেড়ে ৪৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নতুন করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি ও বিআইটিআইডিতে  করোনা পরীক্ষার জন্য লক্ষ্মীপুরের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি থেকে পজিটিভ রোগীর ফলাফল এসেছে। এতে ৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছেন সদর উপজেলার ৫ জন ও রামগতির ১ জন।

এনিয়ে জেলায় চিকিৎসকসহ ৪৩ জন করোনায় আক্রান্ত। এরমধ্যে দুইজন রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, ‘করোনা পরীক্ষার জন্য পাঠানো নমুনার একাংশের ফলাফল এসেছে। এতে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।'

 

ফরহাদ/টিপু



from Risingbd Bangla News https://ift.tt/2zJ9ZFy
Share:

জামালপুরে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

জামালপুরে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

জামালপুর সংবাদদাতা

জামালপুরে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত এই ব্যক্তি একটি ডায়াগনোস্টিক সেন্টারের স্বাস্থ্যকর্মী।

বুধবার (২৯ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা প্রতিবেদনে তিনি আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান।

নতুন আক্রান্ত হওয়া ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি জেলার সরিষাবাড়ি উপজেলার ধানআটা গ্রামে।

ডেপুটি সিভিল সার্জন জানান, সরিষাবাড়ী উপজেলার ৩২ বছর বয়সি ওই স্বাস্থ্যকর্মীর দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। তাকে দ্রুত জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আইসোলেশনে রাখা হবে।

সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিহাব উদ্দিন জানান, আক্রান্ত ওই যুবক সরিষাবাড়ী উপজেলায় চতুর্থ আক্রান্ত ব্যক্তি। তাকে আইসোলেশনে রাখা হবে।

এছাড়া, জেলায় মোট আক্রান্ত সংখ্যা এখন ৫৯ জন। এরমধ্যে সর্বোচ্চ জামালপুর সদর উপজেলায় ২৭ জন। এছাড়া সরিষাবাড়ী উপজেলায় চারজন, মেলান্দহে তিনজন (সুস্থ দুইজন), মাদারগঞ্জে ১১ জন, বকশীগঞ্জে পাঁচজন (সু্স্থ দুইজন), দেওয়ানগঞ্জে তিনজন (মৃত্যু একজন) ও ইসলামপুরে ছয়জন (মৃত্যু দুইজন)।

এদিকে, জেলায় মোট মৃত্যু হয়েছে তিনজনের। দেওয়ানগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান এবং ইসলামপুরে দুই নারীর মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়। ইতোমধ্যে চার রোগী সুস্থ হয়েছেন।

 

সেলিম/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2W75wnA
Share:

চট্টগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন পুলিশ ক্লোজড

চট্টগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন পুলিশ ক্লোজড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার টেরিবাজারে এক কাপড় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে দোকান খোলার জের ধরে পুলিশের সোর্স এবং স্থানীয় ফাঁড়ির এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গিরিদারি (৬৬) নামে ওই প্রবীণ ব্যবসায়ীকে মারধর করে। এতে তার মৃত্যু ঘটে বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়।

তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিল। মার্কেটের ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলে তিনি অসুস্থতা বোধ করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত গিরিদারি টেরিবাজার মোহাদ্দেছ মার্কেটের প্রার্থনা বস্ত্রালয়ের মালিক।

এদিকে অভিযোগ ওঠার পর ওই এএসআইসহ তিন পুলিশকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন রাইজিংবিডিকে বলেন, বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী গিরিদারি দোকান খুলে কাপড় বের করছিলেন। এ সময় মার্কেট কর্তৃপক্ষ দোকান খোলার কারণ জানতে চেয়ে ওই ব্যবসায়ীকে আটক করে স্থানীয় বিট পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় ওই ব্যক্তি অসুস্থ বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটের একাধিক ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী জানান, ইফতারের আগ মুহূর্তে ব্যবসায়ী গিরিদারি তার দোকানের অংশবিশেষ খুলে কাজ করছিলেন। এ সময় পুলিশের সোর্স কফিল উদ্দিন এবং স্থানীয় পুলিশ বিটের এএসআই কামরুল ওই ব্যবসায়ীকে অতর্কিত আটক করে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে ওই ব্যবসায়ীর মৃত্যু ঘটে।

পুলিশের মারধরের বিষয়টি অস্বীকার করে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, ওই ব্যবসায়ীকে মারধরের কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরও অভিযোগ ওঠায় সেখানে দায়িত্বরত পুলিশের এএসআইসহ ৩ জনকে ক্লোজড এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।


রেজাউল/এসএম



from Risingbd Bangla News https://ift.tt/3d3a8BQ
Share:

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।

আপনি জানেন কি, ওয়ানডে ক্রিকেটের অভিষেকে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন কয়জন বোলার?

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র দুইজন বোলার অভিষেকে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। আর দুই ক্ষেত্রেই জড়িয়ে আছে বাংলাদেশের নাম।

সর্বপ্রথম এমন কীর্তি গড়েন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২০১৪ সালের ১লা ডিসেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তাইজুলের। আর সেই ম্যাচে জিম্বাবুইয়ান তিন ব্যাটসম্যানকে তুলে নিয়ে হ্যাটট্রিক তুলে নেন তাইজুল। এই বাঁহাতি স্পিনার জিম্বাবুইয়ান তিনাশে পানিয়াঙ্গারা, নিয়াম্বু ও টেন্ডাই চাতারার উইকেট তুলে নেন।

তাইজুলের পরে এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। আর তাও বাংলাদেশের মাঠে স্বাগতিকদের বিপক্ষে। ২০১৫ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ঘটে প্রোটিয়া পেসার রাবাদার। সে ম্যাচে বাংলাদেশের তামিম, লিটন ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের দেখা পান রাবাদা। আর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই অভিষেকে হ্যাটট্রিকের সর্বশেষ কীর্তি হয়ে আছে।



ঢাকা/কামরুল



from Risingbd Bangla News https://ift.tt/3f5UwiU
Share:

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions