
মেহেরপুরের চিকিৎসকের সহকারী করোনা আক্রান্ত
মেহেরপুর সংবাদদাতামেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহকারী করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা তিন আর মৃত্যের সংখ্যা এক।
আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার বাড়িবাকা গ্রামে। তিনি মেহেরপুর শহরের পলি ফার্মেসিতে কর্মরত ছিলেন।
সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, ২৮ এপ্রিল কুষ্টিয়া ল্যাবে পরীক্ষার পর ১৯টি নমুনার ফলাফল স্থগিত করা হয়। পরে ওই নমুনা পুনরায় পরীক্ষা করে রাতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ফলাফল ঘোষণা করা হয়। এতে ১৯টির মধ্যে একটি করোনা পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ রিপোর্ট আসে।
পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই করোনা পজিটিভ ব্যক্তি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের ব্যক্তিগত সহকারী হিসেবে ফার্মেসিতে কাজ করতেন। ফার্মেসিতে নিয়মিত রোগী দেখতেন ডা. অলোক কুমার দাস।
এ বিষয়ে সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন তাদের খোঁজ নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তার বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন ঘোষণা করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
মহাসিন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3f6KnCL