
ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪
ঠাকুরগাঁও সংবাদদাতাঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ছয়জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। তবে আক্রান্তদের মধ্যে দু্জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৯ টায় জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে তিনজন হরিপুর উপজেলার, দুইজন পীরগঞ্জ উপজেলার ও একজন বালিয়াডাঙ্গী উপজেলার। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলা থেকে নতুন করে ১২ জনের নমুনা পাঠানো হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় যে ছয়জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তারা সবাই পুরুষ। এরমধ্যে হরিপুরে তিনজন আক্রান্ত ব্যক্তির একজনের বয়স ৪৫, একজনের ২৪ ও অন্যজনের বয়স ১৯ বছর। পীরগঞ্জে যে দুজনের করোনা শনাক্ত হয়েছে তাদের একজনের বয়স ১৯ ও অপরজনের বয়স ২৫ বছর। অপরদিকে বালিয়াডাঙ্গীতে যে ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে তার বয়স ২৪ বছর।
হিমেল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3bKQLxt
0 comments:
Post a Comment