
জুনে পুনরায় মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ
নিউজ ডেস্কমহামারি করোনাভাইরাসের কারণে থেমে আছে গোটা বিশ্বের ক্রীড়াঙ্গন। ব্যতিক্রম নয় ইংল্যান্ডও। সেখানকার জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ ১৩ মার্চ থেকে স্থগিত হয়ে আছে। তবে আশার কথা হচ্ছে ৮ জুন থেকে আবার মাঠে গড়াতে পারে প্রিমিয়ার লিগ। শেষ হবে জুলাইয়ের মধ্যে। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী অলিভার ডউডেন জানিয়েছেন, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে তার কথা হয়েছে এবং ক্লাবগুলো যতো দ্রুত সম্ভব পুনরায় লিগ শুরু করতে চাচ্ছে।
আর্সেনাল, ব্রাইটন ও ওয়েস্টহ্যাম সোমবার থেকে তাদের অনুশীলন মাঠ খুলে দিয়েছে। সেখানে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারছেন। ১৮ মে এর মধ্যে সবগুলো ক্লাবই পুরোপুরিভাবে অনুশীলনে নামতে পারবে। আর পরিকল্পনা করা হচ্ছে ৮ জুন লিগ পুনরায় মাঠে গড়ানোর।
শুক্রবার এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য মিলিত হবে লিগের শীর্ষস্থানীয় ক্লাবের কর্মকর্তাগণ। সেখানে সিদ্ধান্ত হবে ঠিক কোন কোন স্টেডিয়ামে লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিদ্ধান্ত হবে সীমিত সংখ্যক স্টেডিয়ামে নাকি নিরপেক্ষ ভেন্যুতে হবে ম্যাচগুলো সে ব্যাপারে।
শেষ পর্যন্ত সত্যি সত্যিই ৮ জুন লিগ মাঠে গড়ালেও ম্যাচগুলো হবে রুদ্ধদ্বার। অর্থাৎ কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না। তার উপর সরকারের বেধে দেওয়া নিয়ম-কানুন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করেই লিগ পুনরায় মাঠে গড়াতে হবে।
মহামারি করোনাভাইরাসে যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৪৯ জন। মারা গেছে ২১ হাজার ৯২ জন। মৃতের সংখ্যা কমে এসেছে সেখানে। সোমবার মারা গেছে ৩৬০ জন। যা ৩০ মার্চের পর সর্বনিম্ন এবং আগের দিনের চেয়ে ১.৭ শতাংশ কম।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2Scp2xW
0 comments:
Post a Comment