
চট্টগ্রাম মহানগরে নতুন ৪ ব্যক্তির করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদকগত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরীতে নতুন করে ৪ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের বিশেষায়িত বিআইটিআইডি হাসপাতালে ১১৩টি নমুনা পরীক্ষায় এই ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান. চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন ৪টি নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে নগরীর কালুশাহ নগর এলাকায় একজন, দামপাড়া এলাকার একজন এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় একজন এবং ইপিজেড এলাকায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
এই নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাড়ালো ৭৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন এবং মারা গেছেন এক শিশুসহ ৫ জন। অন্যরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3aVDbpT
0 comments:
Post a Comment