
১৪ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নিজস্ব প্রতিবেদকগাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম ওরফে রবু (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাবের দাবি, রবিউল ইসালাম একজন মাদক কারবারী। হত্যা, অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে ১৪টি মামলা ছিল।
রোববার (২৬ এপ্রিল) মধ্য রাতে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের সাতকোয়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলামের বাড়ি টঙ্গীতে। তার বাবার নাম মানিক মিয়া।
র্যাব-১ এর এএসপি মো. কামরুজ্জামান জানান, রোববার রাত ১টার দিকে একদল মাদক ব্যবসায়ী সাতকোয়া এলাকায় মাদক দ্রব্য কেনা বেচার জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। র্যাবও পাল্টা গুলি করে। এতে রবিউল ইসালাম গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরুল ইসলাম নামে এক র্যাব সদস্য আহত হন।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, একটি শুটারগ্যান, ১১ রাউন্ড গুলি, ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে এএসপি মো. কামরুজ্জামান জানান।
গাজীপুর/হাসমত/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2xSfMrW
0 comments:
Post a Comment