
নাটোরে করোনা আক্রান্ত ৭ জনই সুস্থ
নাটোর সংবাদদাতানাটোরে করোনাভাইরাসে আক্রান্ত আটজনের মধ্যে সাতজনই সুস্থ রয়েছেন। তাদের শরীরে করোনা আক্রান্ত হওয়ার উপসর্গ নেই। একজন শনাক্ত হওয়ার আগেই মারা গেছেন।
শনাক্ত হওয়ার রিপোর্ট হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় ছুটে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ প্রশাসন। লকডাউন ঘোষণা করা হয়েছে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পৌরসভাসহ আক্রান্ত এলাকা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নাটোর জেলা সিভিল সার্জন বরাবার আইইডিসিআর থেকে পাঠানো এক মেইল বার্তায় জেলা আটজনের করোনা আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়।
আক্রান্তের মধ্যে সিংড়া পৌরসভায় পাঁচজন, সদর উপজেলায় একজন এবং গুরুদাসপুর উপজেলায় দুইজন। রাত ১০টার দিকে বিষয়টি জানান জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত নাটোর জেলায় ২৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১৪৪টি নমুনার রিপোর্ট নেভেটিভ এসেছে। বাকি রিপোর্ট স্থগিত ছিল। সেই রিপোর্টে আটজনের শনাক্তের তথ্য মিলেছে।
সিংড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু জানান, আক্রান্তের মধ্যে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়ার স্টাফ নার্স, একজন টেকনিশিয়ানসহ পাঁচজন রয়েছেন। পৌরসভার হাজীপুর এলাকায় এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা যান; তার করোনা পজেটিভ এসেছে।
তিনি বলেন, পুরো পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালও লকডাউন থাকবে।
জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ জানান, আক্রান্তদের এলাকা লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। আক্রান্তরা বেশিরভাগ সুস্থ রয়েছেন। তাদের বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, বুধবার সকাল থেকে পুরো জেলা লকডাউনে চলে গেছে। পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে।
আরিফুল/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2VL1XnX
0 comments:
Post a Comment