
বরিশালে ২০০ খ্রিষ্টান পরিবারকে খাদ্য সহায়তা দিলো বাসদ
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে বরিশালের বিভিন্ন এলাকার ২০০ খ্রিষ্টান পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বরিশাল বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন।
বরিশাল নগরীর উদয়ন স্কুলে ‘মানবতার বাজার’ এ খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার লাদারুস গোমেজ, সেন্ট পিটার্স চার্চের ধর্মযাজক রেভারেল এলবার্ট, বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জেমস প্রেমানন্দ বিশ্বাস, অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আলবার্ট রিপন, মিথুন চক্রবর্তী, সন্তু মিত্র, ছাত্রফ্রন্টের সুজন আহমেদ প্রমুখ।
ফাদার লাদারুস গোমেজ খাদ্য সহযোগিতার জন্য বাসদকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিপদের বন্ধুই সবচেয়ে বড় বন্ধু। বাসদের এই মানবতার বাজার আমাদেরকে অভিভূত করেছে। আমাদেরও আরো মিতব্যয়ী হতে হবে, প্রতিবেশীর খোঁজ-খবর নিতে হবে।’
ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘এই সংকটে আমাদের প্রত্যেকেরই শারীরিক দূরত্ব বজায় রেখে সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। যেসব সুহৃদ আমাদের এই মানবতার বাজার চালু রাখতে সহযোগিতা করছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।’
বরিশাল/স্বপন/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/3f0cofj
0 comments:
Post a Comment