
টাঙ্গাইলে ঢাকা ফেরত দুইজনের দেহে করোনা
নিজস্ব প্রতিবেদকটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আরও দুইজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের একজন নারী। তারা সম্প্রতি ঢাকা থেকে মির্জাপুরে ফিরে আসেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেন। এই নিয়ে জেলায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
সিভিল সার্জন জানান, সোমবার (২৭ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয় পরীক্ষার জন্য। সেখান থেকে রাতে মোবাইল ফোনে দুইজনের করোনা পজেটিভ থাকার কথা জানানো হয়।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, আক্রান্ত দুইজন কয়েকদিন আগে ঢাকা থেকে মির্জাপুরে ফিরে আসেন। আক্রান্ত যুবক ঢাকার গহনার দোকানে কাজ করতেন। আর ওই নারী তার বোনের বাসায় বেড়াতে যান।
তিনি জানান, তাদের দুইজনের মধ্যে হালকা কাশি ছাড়া অন্য উপসর্গ নেই। ঢাকা থেকে আসার জন্য তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনার রিপোর্ট পজেটিভ আসায় আক্রান্তদের বাড়ি ও আশপাশে লকডাউনের প্রক্রিয়া চলছে।
সিফাত/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/3eYKvUz
0 comments:
Post a Comment