
খুলনায় বড় ভাইয়ের হাতে প্রতিবন্ধী ভাই খুন
নিজস্ব প্রতিবেদকখুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই ইতুদুল শেখকে (৩৫) হত্যা করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা।
নিহত ইতুদুল শেখ ও ঘাতক জামিল শেখ ওই গ্রামের মৃত শাহজাহান শেখের ছেলে।
ওসি মো. গোলাম মোস্তফা জানান, গাজীপুর গ্রামের মৃত শাহাজাহান শেখ মৃত্যুর আগে তার শারীরিক প্রতিবন্ধী ছেলে ইতুদুলকে কিছু জমি লিখে দিয়ে যান। এরপর থেকেই বড় ভাই জামিল শেখ তার নামে ওই জমি লিখে দেওয়ার জন্য ছোট ভাইকে চাপ দিয়ে আসছিলেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার ইফতারির সময় তিনি আবারো ওই জমি তার নামে লিখে দেওয়ার জন্য ছোট ভাই ইতুদুলকে হুমকি দেন।
এ সময় ইতুদুল জমি লিখে দিতে অস্বীকার করলে জামিল শেখ ধারালো অস্ত্র তাকে কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে তিনি মারা যান।
ওসি আরও জানান, বড় ভাই জামিল শেখ ঘটনার পর থেকে আত্মগোপনে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খুলনা/নূরুজ্জামান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2SdCTny
0 comments:
Post a Comment