
সিলেটে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদককরোনার উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের (সদর হাসপাতাল) আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ৩৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, ‘বিকেল ৪টায় হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হন ওই যুবক। তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সন্ধ্যায় তিনি মারা যান। নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বোঝা যাবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।’
যুবকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরও করা হয়েছে। প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দাফনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন সুশান্ত কুমার মহাপাত্র।
সিলেট/নোমান/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/2YhJm4G
0 comments:
Post a Comment