
ক্রিকেট রেকর্ড থেকে
ক্রীড়া ডেস্কক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।
আপনি জানেন কি, ওয়ানডে ক্রিকেটের অভিষেকে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন কয়জন বোলার?
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র দুইজন বোলার অভিষেকে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। আর দুই ক্ষেত্রেই জড়িয়ে আছে বাংলাদেশের নাম।
সর্বপ্রথম এমন কীর্তি গড়েন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২০১৪ সালের ১লা ডিসেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তাইজুলের। আর সেই ম্যাচে জিম্বাবুইয়ান তিন ব্যাটসম্যানকে তুলে নিয়ে হ্যাটট্রিক তুলে নেন তাইজুল। এই বাঁহাতি স্পিনার জিম্বাবুইয়ান তিনাশে পানিয়াঙ্গারা, নিয়াম্বু ও টেন্ডাই চাতারার উইকেট তুলে নেন।
তাইজুলের পরে এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। আর তাও বাংলাদেশের মাঠে স্বাগতিকদের বিপক্ষে। ২০১৫ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ঘটে প্রোটিয়া পেসার রাবাদার। সে ম্যাচে বাংলাদেশের তামিম, লিটন ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের দেখা পান রাবাদা। আর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই অভিষেকে হ্যাটট্রিকের সর্বশেষ কীর্তি হয়ে আছে।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/3f5UwiU
0 comments:
Post a Comment