
ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের
নিজস্ব প্রতিবেদকরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ছোট ভাইয়ের হাতে প্রাণ হারালেন রাসেল রানা (৩০) নামে এক ব্যক্তি।
সোমবার ইফতারির পরে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের স্লুইসগেট গ্রামে হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে ছোট ভাই দেলোয়ার হোসেন (২৮) পলাতক। তাদের বাবার নাম মৃত নূর মোহাম্মদ।
গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জমিতে পানি দিতে যাওয়াকে কেন্দ্র করে ইফতারির পরে দুই ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে দেলোয়ার তার ভাই রাসেলের বুকে ধানকাটা কাছি (কাইদা) দিয়ে আঘাত করেন।
এতে রাসেল গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা রাসেলকে হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এরপর হাসপাতালে না গিয়ে লাশ বাড়ি নিয়ে যায় তারা।
এ ঘটনায় থানায় হত্যামামলা দায়ের হবে বলে জানান ওসি।
তানজিমুল/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/3cTOZKo
0 comments:
Post a Comment