
করোনা থেকে সুস্থ ১০ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়লেও সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে ১০ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার হারই বেশি। ৩২ লাখ ২০ হাজার ১৪৮ জন আক্রান্তের মধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনা জয় করেছে। এ সংখ্যা ১০ লাখ ৩০৩ জন।
করোনায় প্রাণহানি হয়েছে ২ লাখ ২৮ হাজার ২১৫ জনের। আক্রান্তের ৯৭ শতাংশের হালকা উপসর্গ এবং ৩ শতাংশ রোগী সংকটাপন্ন।
সবচেয়ে বেশি সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন। এরপর ১ লাখ ৩২ হাজার ৯২৯ জন নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। তাদের পরে আছে জার্মানি, সুস্থ ১ লাখ ২০ হাজার ৪০০ জন। ৭৭ হাজার ৬১০ জন সুস্থ হয়ে চীন আছে চার নম্বরে।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/3bQzPWb
0 comments:
Post a Comment