
সাতক্ষীরায় এনজিও কর্মী করোনা আক্রান্ত
সাতক্ষীরা প্রতিনিধিসাতক্ষীরার তালা উপজেলার কাপাসডাঙ্গা গ্রামে সঞ্জয় সরকার নামে এক এনজিও কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার সময় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত তার করোনা শনাক্তের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, গত ২৮ এপ্রিল সঞ্জয় সরকারের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
আজ সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট ইউনিট থেকে করোনা শনাক্তের বিষয়টি তাকে ফোনে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার এ বিষয়ে লিখিত রিপোর্ট পাওয়া যাবে।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, আক্রান্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তার বাড়িসহ সংস্পর্শে আসা সকলের বাড়ি লকডাউন করা হবে এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার জানান, সঞ্জয় সরকার নামে এক যুবকের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সাতক্ষীরা থেকে পাঠানো এই প্রথম কোন ব্যক্তির নমুনা করোনা পজেটিভ পাওয়া গেলো।
শাহীন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3aPh6Jv
0 comments:
Post a Comment