
ইতালিতে একদিনে করোনা থেকে সুস্থতার নতুন রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ইতালির অবস্থান। ইউরোপের এই মৃত্যুপুরীতে এখন আশার আলো জ্বলছে। দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক রোগী করোনা থেকে সুস্থ হয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান বেসামরিক নিরাপত্তা সংস্থা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইতালিতে ৭৫ হাজার ৯৪৫ জন সুস্থ হয়েছে। গত বুধবার একদিনেই রেকর্ড ৪ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছে। গত চার দিনে সবচেয়ে কম ২৮৫ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে এই দিন। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৭২ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন। প্রাণহানি হয়েছে ২৭ হাজার ৯৬৭ জনে।
আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে থাকায় ৪ মে থেকে ইতালির লকডাউন শিথিল করা হচ্ছে। রোম ও ফ্লোরেন্স বিমানবন্দর খুলে দেওয়া হচ্ছে।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2yjdVwn
0 comments:
Post a Comment