
চিকিৎসক পরিবারের ১৮ জন করোনায় আক্রান্ত, বিদ্রুপ আচরণ
নিজস্ব প্রতিবেদকনারায়ণগঞ্জে সিভিল সার্জন অফিসের এক চিকিৎসা কর্মকর্তার পরিবারের ১৮ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বাড়িতে ইট নিক্ষেপ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ওই চিকিৎসকের পরিবারের ১৮ সদস্যের নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসার পর থেকে স্থানীয় লোকজন পরিবারটিকে এলাকাছাড়া করার চেষ্টা চালিয়েছে। তাদের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে এলাকাবাসী।
অভিযোগ পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ঘটনাস্থলে গিয়ে হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সাবধান করেন। এ সময় তিনি বলেন, ‘যে চিকিৎসক দিন-রাত নিজের জীবনের ঝুঁকি নিয়ে নারায়ণগঞ্জের মানুষের সেবা দিয়ে আসছেন, আজকে তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ায় আপনারা অত্যন্ত অমানবিক আচরণ করছেন কেন? এটা কেমন মানবিকতা? এ পরিবারটি তাদের ঘরেই থাকবে। আমরা তাদের সব রকমের সহযোগিতা করব। কেউ যদি তাদের এ ধরনের হয়রানি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিভিল সার্জন কার্যালয়ের ওই চিকিৎসা কর্মকর্তা বলেছেন, ‘সন্ধ্যার দিকে বাড়িতে কে বা কারা বাড়িতে ঢিল ছুঁড়েছে। বিষয়টি আমি প্রশাসনে জানিয়েছি। আমাকে প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছে যে, পুলিশ ও সেনাবাহিনী নিয়মিত এখানে আসা-যাওয়া করবে।’
তিনি বলেন, ‘পরিবারের ১৮ জন আক্রান্ত হয়েছে। তাদের মানসিক অবস্থা ভালো নয়। এখন তাদের সাপোর্ট দরকার। সহমর্মিতা দরকার। অথচ এলাকাতে হচ্ছে উল্টোটা। আমরা এখানকার স্থানীয়। তারপরও এই মানুষগুলো কেন এমন করছে, বুঝতে পারছি না। তাছাড়া আমাদের বাড়িটি আগে থেকেই লকডাউন করেছি। কাউকে এখান থেকে বের হতে দিই না। বাইরে থেকেও কেউ ভেতরে আসতে পারে না। তারপরেও আমাদের উৎখাতের চেষ্টা করা হচ্ছে।’
ইউএনও নাহিদা বারিক জানিয়েছেন, ওই মেডিকেল অফিসার নিজেই তার পরিবারের সদস্যদের চিকিৎসা করছেন।
ওই এলাকার আশপাশের বাজার দূরে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।
নারায়ণগঞ্জ/রাকিব/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/2VMMrIm
0 comments:
Post a Comment