
নড়াইলে চাল চুরির মামলায় ডিলার গ্রেপ্তার
নড়াইল সংবাদদাতাহতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকার চাল চুরির মামলার পলাতক আসামি ডিলার আশরাফ আলীকে (৪৫) নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়াড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাসের নেতৃত্বে রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আশরাফ জয়পুর ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকার চালের ডিলার এবং আড়িয়াড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিলটন কুমার জানান, ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ গত ১৬ এপ্রিল ডিলার আশরাফ আলীর নামে লোহাগড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
এর আগের দিন (১৫ এপ্রিল) দুপুরে লোহাগড়ার মরিচপাশা মরণমোড়ের দোকান থেকে আশরাফ পাশের বাবরা গ্রামের ভ্যানচালক শহিদ খাঁর কাছে ৫০ কেজি চাল দেড় হাজার টাকায় বিক্রি করেন। এই চাল শহিদ পাশের আড়পাড়া গ্রামের জবদুল জমাদ্দার ও রজিবর শেখের কাছে অধিক লাভে বিক্রি করেন।
এ ঘটনায় ১৬ এপ্রিল রাত ৮টার দিকে অভিযান চালিয়ে শহিদ, জবদুল ও রজিবর শেখকে আটক ও ওই ৫০ কেজি চাল জব্দ করা হয়।
ফরহাদ/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/3cQXNRs
0 comments:
Post a Comment