
সিলেটে চিকিৎসক দম্পতিসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদকসিলেটে চিকিৎসক দম্পতিসহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেটের আক্রান্ত চিকিৎসক দম্পতির স্বামী ঢাকায় স্বাস্থ্য বিভাগে কর্মরত। সম্প্রতি তিনি ঢাকা থেকে সিলেটে আসেন। স্ত্রী নগরের জালালাবাদ একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। দুজনের করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
নতুন শনাক্ত হওয়া ১৩ জনসহ এ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১০০ জনে দাঁড়ালো। এরমধ্যে মারা গেছেন সিলেটের প্রথম করোনা আক্রান্ত রোগী ডা. মঈনউদ্দিনসহ তিনজন। এদের মধ্যে পাঁচবছরের এক শিশুও রয়েছে।
সিলেট/নোমান/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2KEKHur
0 comments:
Post a Comment