
রাউজানে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের রাউজান উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাউজান পৌরসভার অংকুরি ঘোনা বড়ুয়া পাড়া এলাকায় হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম বিতান বড়ুয়া (৪০)। তিনি বড়ুয়া পাড়ার বাসিন্দা। তিনি হালদা নদীতে মাছের ডিম সংগ্রহের পাশাপাশি হ্যাচারি ব্যবসা করতেন। বিতান রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় রাহুল বড়ুয়া ও তুফান বড়ুয়ার সঙ্গে বিতানের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল।
“কিছুদিন আগেও রাহুলের বাড়িতে সীমানা দেওয়াল ওঠানো নিয়ে তাদের সঙ্গে বিতানের সমস্যা হয়। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী রাহুলের সঙ্গে বিতানের সম্পর্ক ভালো যাচ্ছিল না।’’ এর জের ধরে খুন হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, অংকুরি ঘোনায় এসে সামনে থেকে বিতানকে গুলি করে দুইজন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা এবং রিভলভারের চারটি তাজা গুলি উদ্ধার করা হয়। খুনের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন ওসি। থানায় মামলার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম/রেজাউল/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2Kz7I1O
0 comments:
Post a Comment