
সম্ভাব্য ১০২টি প্রতিষেধক তৈরির কাজ চলছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্কবিশ্বজুড়ে কোভিড-১৯ রোগের সম্ভাব্য ১০২টি প্রতিষেধক তৈরির কাজ চলছে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে একটি নথি প্রকাশ করে এ তথ্য জানায় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সম্ভাব্য ৮টি প্রতিষেধক ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। চারদিন আগেও যে সংখ্যা ছিল ৭টি। নতুন করে যুক্ত হয়েছে চীনের একটি প্রতিষেধক। তবে তা মানবদেহে প্রয়োগ করা হয়েছে কিনা পরিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবশ্য অন্য ৭টি মানবদেহে প্রয়োগ করা হয়েছে।
ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পাওয়া প্রতিষেধকের মধ্যে চারটি চীনের। এছাড়া যুক্তরাষ্ট্র ও আমেরিকায় একটি করে প্রতিষেধক তৈরির কাজ চলছে। আর অন্যটি যৌথভাবে তৈরি করছে জার্মানি ও ব্রিটিশ কোম্পানি।
আমেরিকান ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ (এনআইএইচ) গত ১৬ মার্চ প্রথমবার মানবদেহে করোনার সম্ভাব্য প্রতিষেধক প্রয়োগ করে। আর গত ২৩ এপ্রিল যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি সম্ভাব্য প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল করে মানুষের শরীরে। এই প্রতিষেধক নিয়ে বেশ আশাবাদী গবেষকরা, তাদের আশা জুনেই আসবে এই পরীক্ষার ফলাফল।
আপাতত প্রচলিত ওষুধ দিয়ে করোনার চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা। সম্প্রতি রেমডিসিভির ব্যবহারের সুফল পেয়েছে মার্কিন চিকিৎসকরা। করোনা রোগীদের মধ্যে দ্রুত সুস্থ হওয়ার ইঙ্গিত পেয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসকরাও আশাবাদী।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2KNW97d
0 comments:
Post a Comment