
কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদকসিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এবাদুর রহমান (৪৫) নামে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এবাদুর রহমান উপজেলার ছত্রপুর গ্রামের সাইফুল্লাহর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই স্বপন চন্দ্র সরকার জানান, এবাদুরের ভাতিজা শিবলির সঙ্গে গ্রামের পাশের বুরহান উদ্দিন সড়কে একই গ্রামের কামালের কথা কাটাকাটি হয়। এরপর শিবলি বাড়িতে চলে আসেন।
তখন কামাল তার পক্ষের লোকজন নিয়ে শিবলির বাড়িতে হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে এবাদুরসহ অন্তত ১১জন আহত হন। তাদেরকে রাতেই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এসআই আরো জানান, সংঘর্ষের খবর পেয়েই একদল পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে।
সিলেট/নোমান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2SkflNU
0 comments:
Post a Comment