
নিজের শেষ টেস্টের ব্যাট, জার্সি নিলামে তুলবেন অ্যান্ডারসন
ক্রীড়া ডেস্ককরোনার মতো বৈশ্বিক মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়া মানুষকে সহায়তা করতে বিভিন্ন দেশের ক্রিকেটাররা এগিয়ে এসেছেন। শুরুটা করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তিনি বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছিলেন। সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনে দিয়েছেন।
করোনায় সাহায্য করতে ক্রিকেটীয় সামগ্রী নিলামে তোলার তালিকায় যুক্ত হচ্ছেন আরেক ইংলিশ ক্রিকেটার। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী পেসার জেমস অ্যান্ডারসন। এই ইংলিশ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে খেলা সর্বশেষ টেস্ট ম্যাচের অটোগ্রাফ করা জার্সি, ব্যাট এবং স্ট্যাম্প নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
অনলাইনে ই-বে ওয়েবসাইটের মাধ্যমে অ্যান্ডারসন তার এইসব ক্রিকেট সামগ্রী নিলামে তুলবেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই নিয়ে তিনি লিখেন, ‘গোওয়েলফান্ড- এর জন্য আমরা ই-বে’র মাধ্যমে বেশ কিছু স্মরণীয় জিনিস নিলামে তুলতে যাচ্ছি। কেপটাউনে আমি সর্বশেষ যে টেস্ট ম্যাচটি খেলেছি, সেই ম্যাচের অটোগ্রাফ দেয়া জার্সি, ব্যাট এবং স্ট্যাম্প নিলামে দেওয়া হবে।’
ইতিমধ্যে বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার ক্রিকেট সামগ্রী নিলামে তোলার তালিকায় নাম লিখিয়েছেন। সাকিব আল হাসানের ব্যাটের নিলাম ইতিমধ্যে হয়ে গেছে। এছাড়াও মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুলের ঐতিহাসিক ব্যাট আছে নিলামে ওঠার অপেক্ষায়। এদিকে মাশরাফিও তাঁর কিছু প্রিয় স্মারক নিলামে তোলার পরিকল্পনা করছেন।
এদিকে শুক্রবার এক ভিডিও চ্যাটে এসে আইপিএলে রয়্যাল চ্যলেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলা বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স ঘোষণা দেন আইপিএলে খেলা ব্যাট, জার্সি ও গ্লাভস নিলামে তুলবেন তাঁরা। আর এই নিলাম করা হচ্ছে মহৎ উদ্যোগের জন্যে। বিশ্বব্যাপী করোনার এই সময়ে অসহায় ও দুস্থদের যার যার জায়গা থেকে সহায়তা করার জন্য।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/3aI7yQc
0 comments:
Post a Comment