
ওএমএসের চাল বাজারে বিক্রি, ছাত্রলীগ নেতার লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদকটাঙ্গাইলের গোপালপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল খোলা বাজারে বিক্রি করায় এক ছাত্রলীগ নেতাকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার ওএমএসের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার মির্জাপুর বাজারে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। পরে রাতে এক মেইল বার্তায় এই তথ্য জানায় র্যাব। দণ্ডপ্রাপ্ত জুয়েল গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
র্যাব- ১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় খোলা বাজারে চাল বিক্রির সময় ওএমএস ডিলার মেহেদী হাসান জুয়েলকে ৫০ কেজি চালসহ হাতেনাতে ধরা হয়। পরে তার গুদামে অভিযান চালিয়ে সেখান থেকে ৮৩০ কেজি চাল উদ্ধার করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তার ওএমএসের ডিলারশিপ বাতিল করা হয়।
সিফাত/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2VLmo4t
0 comments:
Post a Comment