
কিশোরগঞ্জে এবার করোনাকে জয় করলেন চিকিৎসক
কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জে এবার দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনাভাইরাসকে জয় করলেন একজন চিকিৎসক।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই মেডিক্যাল অফিসার গত ১৩ এপ্রিল করোনায় আক্রান্ত হন।
সোমবার (২৭ এপ্রিল) হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মো. মুজিবুর রহমান জানান, গত ১৩ এপ্রিল ওই চিকিৎসকের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়। তিনি গত ১৫ এপ্রিল থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। পরবর্তীতে পর পর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ২৬ জন কোভিড-১৯ পজেটিভ রোগী ভর্তি রয়েছেন।
এর আগে গত ২৫ এপ্রিল ইটনা উপজেলার বেতাগা গ্রামের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রুমন/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3cVRdc6
0 comments:
Post a Comment