
নোয়াখালীতে করোনা পরীক্ষা শুরু শুক্রবার
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে স্থাপিত ল্যাবরেটরিতে শুক্রবার (১ মে) করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
এই ল্যাবে প্রতিদিন পরীক্ষা করা হবে ৯৬ জনের নমুনা। প্রথম পর্যায়ে এ ল্যাবে সীমিত আকারে পরীক্ষা করা হবে। নোয়াখালী ছাড়াও পার্শ্ববর্তী লক্ষীপুর ও চাঁদপুর জেলার লোকজনের নমুনা এখানে পরীক্ষা করা হবে।
আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুস সালাম জানান, করোনাভাইরাসের লক্ষণ থাকা ব্যক্তির শরীর থেকে রক্ত ও নমুনা সংগ্রহ করে এ ল্যাবে টেস্ট করা হবে। এ ক্ষেত্রে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির অনুমোদন লাগবে। সরাসরি কেউ এ ল্যাবে এসে করোনাভাইরাস পরীক্ষার সুযোগ পাবেন না। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে করোনা টেস্ট করানো যাবে। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে প্রতিদিনের করোনা ভাইরাসের রিপোর্ট প্রকাশ করা হবে।
নোয়াখালী/সুজন/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/3f2idIY
0 comments:
Post a Comment