
বন্য হরিণ এসেছে বাড়ির আঙ্গিনায়
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মত যুক্তরাজ্যকেও লকডাউন করা হয়েছে। সেখানকার রাস্তায় কমে গেছে মানুষের আনাগোনা। আর এমন শান্ত পরিবেশে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে বাড়ির আঙ্গিনাতেই বন্য হরিণের দলের দেখা মিলেছে ।
ধারণা করা হচ্ছে, লন্ডনে অবস্থিত ডাগনাম নামের একটি পার্ক থেকে ওই হরিণের দল লোকালয়ে এসে পড়ে।
এ বিষয়ে ইস্ট লন্ডনের সরকারি কর্মকর্তা ডিন জেট্টার বলেন, এই প্রথম আমি অবাক করা এমন কিছু দেখেছি। ১৫ থেকে ২০টির একটি দল ছিল এবং বাড়ির আঙ্গিনায় এসে ঘাস খাচ্ছিলো। আমার মনে হয় পরিবেশ শান্ত থাকায় তারা এখানে এসে পড়েছে।
করোনার কারণে বন্যপ্রাণীদের লোকালয়ে আনাগোনা নতুন কিছু নয়। সম্প্রতি স্পেন, ভারতসহ বিভিন্ন দেশের রাস্তায় বন্যপ্রাণীদের চলাচল করতে দেখা গেছে।
সূত্র : দি সান
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2UZBly5
0 comments:
Post a Comment