
মেহেরপুরে ঐতিহাসিক ১৭ এপ্রিল পালন
মেহেরপুর সংবাদদাতাসূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুরের মুজিবনগর আম্রকানানে মুজিবনগর দিবসের সূচনা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শেখ হাসিনা মঞ্চের সামনে ৩১ বার তপোধ্বনির মধ্য দিয়ে স্বল্প পরিসরে এই দিবসের শুরু হয়।
বৈশ্বিক মহামারির কারণে এ বছরে প্রতিটি অনুষ্ঠানে নেওয়া হয়েছে শিথিলতা। মানা হচ্ছে সামাজিক দুরত্ব।
সকাল ৬টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেহেরপুর জেলা প্রশাসক মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর মুজিবনগর স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করেন।
এরপর শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন ও আওয়ামী লীগ।
মহাসিন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2yihN0m
0 comments:
Post a Comment