
আইসোলেশন ওয়ার্ড থেকে আসামির পলায়ন
নিজস্ব প্রতিবেদকযশোর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় এক হাজতি পালিয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ওয়ার্ডের একটি জানালা ভেঙে তিনি পালিয়ে যান।
পলাতক ব্যক্তি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ এপ্রিল সন্ধ্যায় তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। করোনার লক্ষণ থাকায় ওই রাতেই তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
যশোর কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আলম জানান, আসামি পালিয়ে যাওয়ার পর যশোর কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন।
রিটন/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/3eiNuXS
0 comments:
Post a Comment