
পয়লা বৈশাখের কথা ভাবতেই পারি না: মামুনুর রশীদ
আমিনুল ইসলাম শান্তবাংলা বছরের প্রথম মাস বৈশাখ। পয়লা বৈশাখই হচ্ছে বাঙালির নববর্ষের প্রথম দিন। বারো মাসে তেরো পার্বণের এই দেশে পয়লা বৈশাখ উদযাপন কিংবা বরণ করে নেওয়া ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। নাগরিক জীবনেও এর বিস্তর প্রভাব। কিন্তু আনন্দের এই দিনটি আজ রঙহীন। থমকে গেছে মঙ্গল শোভাযাত্রা।
করোনার সংক্রমণ রোধে ঘরের বাইরে সব ধরণের অনুষ্ঠান বাতিল করেছে রাষ্ট্র। মহামারি এই দুর্যোগকালে রাষ্ট্রের এমন সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। এমন সিদ্ধান্তের স্বপক্ষে তার দৃঢ় অবস্থান।
রাইজিংবিডির সঙ্গে আলাপকালে মামুনুর রশীদ বলেন, ‘হ্যাঁ, এবার পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে না। আমরা অভাবনীয়, অকল্পিত একটি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। সারা বিশ্বের মানুষ এই দুর্যোগের কবলে পড়েছেন। সারা বিশ্বের মানুষ এই ভাইরাসে আক্রান্ত। এই পরিস্থিতিতে পয়লা বৈশাখের কথা ভাবতেই পারি না।’
করোনারভাইরাসের কোনো টিকা আবিষ্কৃত না হওয়ায় দিশেহারা মানুষ। এই ভাইরাসের সংক্রমণ রোধে একমাত্র পথ সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা। বিষয়টি উল্লেখ করে মামুনুর রশীদ বলেন, ‘আমি গৃহবন্দি। পৃথিবীর কোটি কোটি লোক গৃহবন্দি। আমরা একটি খাঁচার মধ্যে বন্দি হয়ে আছি। খুবই দুঃসময়! এই অবস্থায় আমি আকাঙ্ক্ষা করছি—খুব দ্রুত যেন এই ব্যাধি আমাদের জীবন থেকে দূর হয়।’
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/2VwEJ3Y
0 comments:
Post a Comment