
সাতক্ষীরায় অহেতুক ঘোরাঘুরি করায় ৫৮ জনকে জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধিকরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৫৮ জনকে ২৯,৯৫৪ টাকা জরিমানা করা হয়েছে।
জনসমাগম কমিয়ে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলাব্যাপী অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার।
অন্যদিকে সতর্ক করতে জেলাব্যাপী চলছে মাইকিং।জীবাণুনাশক স্প্রেও করা হচ্ছে জেলা জুড়ে।
সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, অকারণে বাইক নিয়ে বাইরে আড্ডা দেওয়া ও ঘোরাফেরা করায় সাতক্ষীরা শহরে ৪ জনকে জনকে ৩,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শ্যামনগর উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক অভিযান চলাকালে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় ২৬ জনকে ১৩,৭১০ টাকা জরিমানা করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলায় ৪ জনকে ৩,৬৪৪ টাকা, আশাশুনি উপজেলায় ৯ জনকে ৪,১০০ টাকা, তালা উপজেলায় ২ জনকে ১৫০০ টাকা, দেবহাটা উপজেলায় ৬ জনকে ১৫০০ টাকা এবং কলারোয়া উপজেলায় ৭ জনকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, করোনো পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়িতে বাড়িতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। এজন্য ইতোমধ্যে জেলার প্রত্যেক উপজেলা ও পৌরসভার অনুকূলে মোট ৪২৫ মেট্রিক টন চাল এবং ১৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৯,৪০০ মাস্ক বিতরণ করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের চলাচলের জন্য দেওয়া হয়েছে গাড়ি।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, করোনো মোকাবেলায় জেলার সর্বত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অভিযান চালাচ্ছে। মানুষকে ঘরে ফেরাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহীন/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/2JLO8Py
0 comments:
Post a Comment