
‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সামাজিক দূরত্ব’
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে সামাজিক দূরত্ব কাজ করে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক ড. রবার্ট রেডফিল্ড।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি এ কথা বলেন।
মূলত আমেরিকান জনগণের সামাজিক দূরত্বের দিকনির্দেশনা মেনে চলার প্রশংসা করে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা প্রতিরক্ষাহীন নই। এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী একটি অস্ত্র রয়েছে। আর সেই অস্ত্রটি হলো সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্বই এই মহামারির বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে কাজ করে।’
তিনি আরো বলেন, ‘এই ভাইরাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্বলতা রয়েছে। সেটি হলো, এটি সাঁতার কাটতে পারে না। তাই এই ভাইরাস সাত ফুট দূরে সাঁতার কেটে গিয়ে সংক্রমিত করতে পারবে না। আমরা যদি সামাজিক দূরত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করি তবে এই ভাইরাসের ক্ষমতা সীমাবদ্ধ করতে পারি।’
রেডফিল্ড বলেন, ‘অনেকে কল্পনাই করেনি যে আমেরিকান জনগণের বেশিরভাগ সামাজিক এই দূরত্বকে গ্রহণ করবে।’
এসময়, তিনি ব্যায়াম করা এবং ধূমপান না করার পরামর্শ দেন।
সূত্র : সিএনএন
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2wtzFoh
0 comments:
Post a Comment