
১২ লাখ ছাড়িয়ে করোনায় আক্রান্তের সংখ্যা
নিউজ ডেস্কমহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ২০৫টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ১২ লাখ ১ হাজার ৪৪৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৬৪ হাজার ৬৭৫ জন। বিশ্বের চিকিৎসা বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছেন ২ লাখ ৪৬ হাজার ১৭৪ জন।
আক্রান্তের দিক দিয়ে সবার উপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩ লাখ ১১ হাজার ৩৫৭ জন। দ্বিতীয় স্থানে আছে স্পেন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন। ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে আছে ইতালি।
জার্মানিতে আক্রান্তের সংখ্যা লাখ ছুঁই ছুঁই (৯৬০৯২)। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৯৫৩। চীনে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৬৩৯ জন। এ ছাড়া ইরানে ৫৫,৭৪৩ ও যুক্তরাজ্যে ৪১,৯০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটা ৭টি দেশ :
|
ক্র.নং |
দেশ |
মৃত |
|
১ |
ইতালি |
১৫,৩৬২ |
|
২ |
স্পেন |
১১,৯৪৭ |
|
৩. |
যুক্তরাষ্ট্র |
৮,৪৫২ |
|
৪. |
ফ্রান্স |
৭,৫৬০ |
|
৫. |
যুক্তরাজ্য |
৪,৩১৩ |
|
৬. |
ইরান |
৩,৪৫২ |
|
৭. |
চীন |
৩,৩২৬ |
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/3bOW2DJ
0 comments:
Post a Comment