
কিশোরগঞ্জে ২ চিকিৎসকসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত
কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান জানান, ১১ এপ্রিল ৫০ জনের নমুনা মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন চারজন। এ নিয়ে জেলায় মোট ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কিশোরগঞ্জ জেলায় নতুন আক্রান্ত চারজনের মধ্যে ভৈরবে একজন, পাকুন্দিয়ায় একজন ও করিমগঞ্জ উপজেলার দুইজন চিকিৎসক রয়েছেন। করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিরা তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।
এদিকে জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে জানা যায়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুমন/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3b9s8tV
0 comments:
Post a Comment