
ক্রিকেট রেকর্ড থেকে
ক্রীড়া ডেস্কক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দিব এবার।
আপনি জানেন কি, ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সেরা অলরাউন্ডার কে?
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সেরা অলরাউন্ডার হলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপের মঞ্চে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক হাজার রানের পাশাপাশি ৩০ উইকেটের বেশি শিকার করেছেন।
সাকিব এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ১১৪৬ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ৩৪টি। সাকিবের কাছাকাছি থাকা শ্রীলঙ্কার সনাত জয়সুরিয়া ১১৬৫ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ২৭টি। এছাড়া দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ১১৪৮ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ২১টি।
এই তিনজন ছাড়া বিশ্বকাপের মঞ্চে হাজার রানের পাশাপাশি ২০ উইকেট নেই কারো। তবে হাজার রানের পাশাপাশি ১৫ উইকেটের বেশি আছে আরও তিনজন ক্রিকেটারের। তাঁরা হলেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১১৮৬ রান ও ১৬ উইকেট) ও শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান (১১১২ রান ও ১৮ উইকেট) এবং অরবিন্দ ডি সিলভা (১০৬৪ রান ও ১৬ উইকেট)।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2KDCVRy
0 comments:
Post a Comment