
নাটোরের চিকিৎসক ঢাকায় করোনা পজেটিভ শনাক্ত
নাটোর প্রতিনিধিনাটোরের সিংড়ার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. নাজমুল হোসেন ঢাকায় কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
তবে নাটোরে এখন পর্যন্ত কেউ করোনা পজেটিভ শনাক্ত হননি।
রোববার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শাহরিয়াজ।
ডা. নাজমুল হাসান নাটোরের সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের কৈগ্রামের সন্তান। কিছুদিন পূর্বেও তিনি নিজ এলাকায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছিলেন।
ডিসি মোহাম্মদ শাহরিয়াজ জানান, ডা. নাজমুল হোসেন চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে নাটোরের দুজন করোনায় আক্রান্ত হলেও দুজনেই ঢাকাতে শনাক্ত হয়েছেন এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কামারপাড়া (পূর্বপাড়া) মো. রিপন আলি (৩৫), ঢাকার ইমপালস্ হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত অবস্থায় করোনাতে আক্রান্ত হন। বর্তমানে তিনি সেই হাসপাতালেই আইসলেশান বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তবে জেলায় অবস্থান করছেন এমন কেউ এখনো করোনায় আক্রান্ত হননি।
আরিফুল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3bKjiTW
0 comments:
Post a Comment