
রাজশাহীতে করোনা পরীক্ষার আরেকটি ল্যাব স্থাপন হচ্ছে
নিজস্ব প্রতিবেদককরোনার নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে আরেকটি ল্যাব প্রস্তুত করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগের প্যাথলজি বিভাগে ল্যাবটি চালু করা হবে। ল্যাবের জন্য আরেকটি পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনেরও ব্যবস্থা হয়েছে।
ল্যাবটি চালু করতে রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা রোববার (১২ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন। তার সঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান উপস্থিত ছিলেন। পরে বাদশা নিশ্চিত করেছেন, এখানে আরেকটি ল্যাব স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে তারা আরেকটি পিসিআর মেশিনের ব্যবস্থা করেছেন।
তিনি জানান, উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য রামেক হাসপাতাল ভরসার জায়গা। সেই জন্য এর সক্ষমতা বৃদ্ধির কাজ করে যাচ্ছেন।
তিনি মনে করেন, সন্দেহজনক করোনা রোগীর যত বেশি পরীক্ষা করা যাবে, পরিস্থিতি মোকাবিলা করা তত বেশি সহজ হবে। সে জন্য তিনি আরেকটি ল্যাব স্থাপনের দিকে মনোযোগী হন। স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয় ল্যাব চালু করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
তানজিমুল/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/3a3QnZd
0 comments:
Post a Comment