
করোনা সন্দেহে বাসাইলের এক বাড়ি লকডাউন
নিজস্ব প্রতিবেদকটাঙ্গাইলের বাসাইলে জ্বর-কাশি নিয়ে এক ব্যক্তি (৩৫) গাজীপুর থেকে গ্রামের বাড়িতে ফেরায় করোনা সন্দেহে বাড়িটি লকডাউন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বাথুলীসাদী গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ লকডাউনের ঘোষণা দিয়েছেন বলে নিশ্চিত করেছন।
ওই ব্যক্তি গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের সর্দারগঞ্জ এলাকায় মুদি দোকানি ছিলেন। তার স্ত্রীও সেখানকার একটি সুতার ফ্যাক্টরিতে কাজ করেন। ওই পরিবারে আট সদস্য রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা সহকারী কমিশনার জানান, ওই ব্যক্তির স্ত্রীর কর্মস্থল সুতার কারখানা ৬ দিন বন্ধ দেওয়ায় গতকাল ৩১ মার্চ মঙ্গলবার জ্বর-কাশি নিয়ে গাজীপুর থেকে সখীপুর উপজেলার রতনপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে আসেন।
সেখানে স্থানীয়দের সন্দেহ হলে বুধবার বিকেলে ওই ব্যক্তি তার স্ত্রী সন্তানকে নিয়ে বাসাইল উপজেলার বাথুলীসাদী গ্রামে তার নিজ বাড়িতে ওঠেন। সেখানেও স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
পরে, মেডিক্যাল টিম নিয়ে ওই বাড়ি পরিদর্শন করা হয়। এবং মেডিক্যাল টিমের পরামর্শক্রমে ওই বাড়ি লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
এছাড়া, ওই পরিবারের ১৪ দিনের খাবারের ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা রাজিককে ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
সিফাত/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3dIVKA2
0 comments:
Post a Comment