
তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে অসহায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।
নাসির উদ্দিন সরোয়ার বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে এখন ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এতে করে খেটে খাওয়া অনেক দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষ বেকার হয়ে পড়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে হতদরিদ্রের খুঁজে বের করে তাদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। যাতে করে কেউ খাদ্যে কষ্ট না করে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে উপজেলা ১২ জন হিজরার মাঝে চাল, পেঁয়াজ, তেল, লবণ, ডাল, আলু, চিনি, আটা, চিড়া, মুড়ি, সাবান ও বিস্কুট দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রুবেল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2Jy9nUM
0 comments:
Post a Comment