
‘কাটলে ধান, মজুরির সঙ্গে মিলবে ত্রাণ’
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল‘কাটলে ধান, মজুরির সঙ্গে মিলবে ত্রাণ’- এমন ঘোষণা দিয়ে ধানকাটার শ্রমিক নিবন্ধনের কাজ শুরু করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার আটটি ইউনিয়নে একযোগে এই শ্রমিক নিবন্ধনের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার পর্যন্ত এই নিবন্ধন চলবে।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, এই উদ্যোগের আওতায় করোনার প্রভাবে কর্মহীন হয়েপড়া শ্রমজীবী মানুষের নাম নিবন্ধন করা হবে। প্রত্যেক দলে ১০ থেকে ২০ জন শ্রমিক কাজ করবে। তারা কৃষকের ধানকাটার কাজ করবেন। যারা ধান কাটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন, তাদের মজুরির সঙ্গে সরকারের ত্রাণ সহায়তাও দেওয়া হবে।
তিনি বলেন, সখীপুরে প্রায় ১৩ হাজার শ্রমিকের চাহিদা রয়েছে। করোনাভাইরাসের কারণে বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আসতে পারছে না। শ্রমিকের এ সংকট মেটাতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে কৃষকের ধানকাটা হবে, অন্যদিকে কর্মহীন হয়েপড়া শ্রমিকরা মজুরির সঙ্গে বাড়তি খাদ্য সহায়তা পাবে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রমিক নিবন্ধনের কাজ সমন্বয় করবেন। এ সময় কর্মহীন শ্রমিকদের নিজ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন ইউএনও।
সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে শ্রমিক নিবন্ধন শুরু হয়েছে। তিনি আশা করছেন, তাদের এই উদ্যোগ সফল হবে।
সিফাত/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/3bx1ifC
0 comments:
Post a Comment