
ছাতকে মোটরসাইকেল-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জ সংবাদদাতাসুনামগঞ্জের ছাতকে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানোষ তালুকদার।
নিহতরা হলেন—বদরুল আলম (২৮) ও আলাল মিয়া (২৫)। তারা উপজেলার কালারুকা ইউনিয়নের মাধপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ডা. মানোষ তালুকদার জানান, ছাতক পৌরশহর থেকে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে ছাতকমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আল আমিন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2XGgTWa
0 comments:
Post a Comment