
আপনি জানেন কি?
ক্রীড়া ডেস্কক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।
আপনি জানেন কি, প্রায় দেড়শো বছরের ক্রিকেট ইতিহাসে মোট কতটি আন্তর্জাতিক হ্যাটট্রিক হয়েছে?
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পদচারণা শুরু। এর দুই বছর পরে একই ভেন্যুতে অজি পেসার ফ্রেডেরিক স্পোফোর্থের টানা তিন উইকেট দিয়ে যাত্রা শুরু করে হ্যাটট্রিকের। সে থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট হ্যাটট্রিক দেখেছে ১০৫টি।
সবচেয়ে পুরনো টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে ৪৫টি। অথচ ১৯৭৫ সালে চালু ওয়ানডে ক্রিকেট ইতিমধ্যে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ ৪৭টি হ্যাটট্রিক দেখেছে। আর ২০০৬ সালে চালু হওয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক হয়েছে ১৩টি।
টেস্ট ফরম্যাটে দল হিসেবে সর্বোচ্চ হ্যাটট্রিক দেখেছে অস্ট্রেলিয়া। অজি বোলারদের দখলে আছে ১৪টি হ্যাটট্রিক। দ্বিতীয় সেরা ইংল্যান্ডের বোলাররা হ্যাটট্রিক করেছেন ১১বার।
ওয়ানডেতে রাজত্ব করছে পাকিস্তানের বোলাররা। সর্বোচ্চ ৮টি হ্যাটট্রিক তাদের দখলে। আর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩টি হ্যাটট্রিক করেছে শ্রীলঙ্কান বোলাররা।
বাংলাদেশি বোলাররা মোট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন ৬ বার। এর মধ্যে ২ বার টেস্টে ও ৪ বার ওয়ানডেতে।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2XOOwEW
0 comments:
Post a Comment