
লক্ষ্মীপুরে ২ জন করোনা রোগী শনাক্ত
লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রামগতিতে এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় এ নিয়ে দুজন করোনায় আক্রান্ত হলেন।
রোববার (১২ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত বৃদ্ধ রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবুজগ্রাম এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে রামগতিতে আসেন।
রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুদর রহিম জানান, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে রামগতিতে এসছেন। করোনা আক্রান্ত সন্দেহে শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়। পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ এসেছে। রোববার রাত ৯ টার দিকে বিআইটিআইডি বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, শনিবার (১১ এপ্রিল) রাতে জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেড়ি বাজার এলাকার এক যুবক করোনায় আক্রান্ত হন। তিনি ছিলেন জেলার প্রথম করোনা রোগী।
ফরহাদ/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2V4h0sT
0 comments:
Post a Comment