
খুলনার নমুনা সংগ্রহকারী টেকনিশিয়ান করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদকনমুনা সংগ্রহকারী খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শাহারুল ইসলাম (৪৮) করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে খুলনা মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে ৫৯টি নমুনা মধ্যে তার নমুনা পজেটিভ শনাক্ত হয়।
এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার ও মসজিদ লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।
সিভিল সার্জন জানান, রুপসা উপজেলায় করোনা উপসর্গদের নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শাহারুল ইসলাম। কিন্তু বৃহস্পতিবার তার নিজের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কোয়ার্টার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন। একই সঙ্গে ওই কোয়ার্টার ও মসজিদে লোকজনের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করেন।
এছাড়া, আক্রান্তের সংস্পর্শে আসা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইমাম. মুয়াজ্জিন, তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীসহ সকলকে আবশ্যিকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে, খুলনার করোনায় প্রথম মৃত প্রকৌশলী নূর আলমের দু’শিশু সন্তান পজেটিভ হলেও তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে।
খুলনা/নূরুজ্জামান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2S5fEMp
0 comments:
Post a Comment