
আর্জেন্টিনায় কোয়ারেন্টাইন ১০ মে পর্যন্ত বাড়লো
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে আর্জেন্টিনা। কিন্তু এখনই যুদ্ধ শেষ হয়নি। প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ শনিবার বললেন, আর্জেন্টিনায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
মার্চের মাঝামাঝি থেকে সরকার ঘরে থাকার নির্দেশ দেয়, যা শেষ হওয়ার কথা রোববার। টেলিভিশন ভাষণে ফার্নান্দেজ বলেছেন, ‘আমরা অনেক পথ পার হয়েছিল এবং আমাদের নির্ধারিত কিছু লক্ষ্য পূরণ করেছি। কিন্তু তার মানে যে সমস্যা কাটিয়ে উঠেছি তা নয়।’
কিছু বিধিনিষেধ শিথিল করে দিলেন ফার্নান্দেজ। দিনের বেলায় ঘরের বাইরে কিছুক্ষণের জন্য হাঁটতে পারবেন আর্জেন্টাইনরা। আর্জেন্টিনার প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা এখনো মহামারির মাঝামাঝি পর্যায়ে আছি, যা পুরো বিশ্বকে গ্রাস করেছে। কিন্তু আর্জেন্টিনা বিশ্বের অন্য দেশগুলোর মতো ক্ষতিগ্রস্ত হয়নি।’
দক্ষিণ আমেরিকার দেশটিকে করোনাভাইরাসে ৩৭৮০ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১৮৫ জনের। প্রতিবেশী দেশ পেরু, চিলি ও ব্রাজিলের চেয়ে বেশ ভালো অবস্থানে আছে আর্জেন্টিনা।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/3bQ7dN3
0 comments:
Post a Comment