
আখাউড়ায় করোনার নমুনা সংগ্রহ করেন অফিস সহায়ক!
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহায়ক।
উপজেলা থেকে তিনি প্রায় ৮০ শতাংশ নমুনা সংগ্রহ করেছেন। নমুনা সংগ্রহে তার কোনো প্রশিক্ষণ না থাকায় এ বিষয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমানকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি রেগে যান। রোববার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘কাকে দিয়ে নমুনা সংগ্রহ করাব তা জেনে আপনার লাভ কি? অন্য কোনো কথা থাকলে আপনি বলতে পারেন।’
প্রশিক্ষণ ছাড়া একজন অফিস সহায়ককে দিয়ে নমুনা সংগ্রহ করানোতে ঝুঁকি আছে কি না জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, আখাউড়া থেকে এ পর্যন্ত প্রায় ১০০ জনের মতো নমুনা সংগ্রহ করা হয়েছে। নিয়ম অনুসারে শুরুতে নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান মো. মনির খান। নমুনা সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তিনি প্রশিক্ষণও নেন। অসুস্থতার কথা বলে এক পর্যায়ে তিনি অপারগতা প্রকাশ করেন। এক সপ্তাহেরও বেশি সময় তিনি কোনো নমুনা সংগ্রহ করেননি। তার বদলে অফিস সহায়ক নাসির উদ্দিন নয়নকে নমুনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। নাসির উদ্দিন প্রায় ৮০টির মতো নমুনা সংগ্রহ করেন।
অফিস সহায়ক নাসির উদ্দিন বলেন, ‘আমি ছাড়া তো নমুনা সংগ্রহের কোনো উপায় নেই। আমাকে দেখিয়ে দেওয়ার পর থেকে ভালোভাবেই কাজ করছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। নমুনা সংগ্রহ করার জন্য পিপিইসহ সব কিছু আমাকে দেওয়া হয়েছে।’
অফিস সহায়কের মাধ্যমে নমুনা সংগ্রহের বিষয়টি শুনে অবাক হয়ে যান আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। তিনি বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এ বিষয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলব।’
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি অনেকটা এড়িয়ে যান। তিনি বলেন, ‘আখাউড়ায় ট্যাকনেশিয়ান আছে কি-না জানতে হবে। যদি থাকে তাহলে তো তারই নমুনা সংগ্রহ করার কথা। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’
মাইনুদ্দীন/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3bufJAY
0 comments:
Post a Comment