
ইতালিতে করোনায় মৃতের সংখ্যা কমছে, থামছে না আক্রান্ত!
ইসমাইল হোসেন স্বপনকরোনায় বিপর্যস্ত ইতালিতে এবার মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। গত দুইদিনের ব্যবধানে শনিবার (১৮ এপ্রিল) মৃত্যুর হার কিছুটা কমেছে। তবে কমছে না আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এর আগের দিন শুক্রবার দেশটিতে প্রাণ হারায় ৫৭৫ জন। শনিবার আক্রান্ত হয়েছে আরও তিন হাজার ৪৯১ জন। শুক্রবার আক্রান্ত হয়েছিল তিন হাজার ৪৯৩ জন।
শনিবার (১৮ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইতালিতে করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ২২৭ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৯২৫ জন।
এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ২০০ করোনা রোগী। এ নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ হাজার ৯২৭ জন করোনা রোগী।
বোরেল্লি বলেন, ‘করোনা ঠেকাতে ও জনগণকে সুরক্ষা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আমরা আশাবাদী খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসব।’
এদিকে প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহ্বানে সাড়া দিয়ে দেশের এই দুর্দিনে প্রায় আট হাজার অবসরপ্রাপ্ত ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন।
শনিবার তিউনিশিয়ার একটি মেডিক্যাল টিম চিকিৎসকা সামগ্রী নিয়ে ইতালিতে পৌঁছেছেন। এছাড়াও করোনায় আক্রান্তদের সহযোগিতায় কাতার, আলবেনিয়া, চীন, কিউবা এবং রাশিয়া থেকে আগত মেডিক্যাল টিম ইতালির বিভিন্ন অঞ্চলে আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে।
স্বপন/সনি
from Risingbd Bangla News https://ift.tt/2xH7suH
0 comments:
Post a Comment