
আপনি জানেন কি?
ক্রীড়া ডেস্কক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।
আপনি জানেন কি, ক্রিকেট বিশ্বে কোন কোন ক্রিকেটার একটি নির্দিষ্ট টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ম্যাচে ১০ উইকেট নিয়েছেন?
প্রায় দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তিনজন খেলোয়াড় গড়তে পেরেছেন এমন কীর্তি। তাঁরা হলেন ইংল্যান্ডের ইয়ান বোথাম, পাকিস্তানের ইমরান খান ও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
বোথাম ১৯৮০ সালে ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে গড়েছেন এমন কীর্তি। তিনি ব্যাট হাতে ১১৪ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে দুই ইনিংসে নেন ১৩ উইকেট। প্রথম ইনিংসে ৫৮ রানে নেন ৬ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ছিলেন আরও বিধ্বংসী। ৪৮ রানেই নেন ৭ উইকেট।
ইমরান খানের কীর্তিও ভারতের বিপক্ষে ১৯৮৩ সালে। পাকিস্তানের ইকবাল স্টেডিয়ামে ব্যাট হাতে ১১৭ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি নেন ১১ উইকেট। ভারতের প্রথম ইনিংসে ৯৮ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮২ রান দিয়ে তুলে নেন আরও ৫ উইকেট।
এরপরের কীর্তি আসে ২১ বছর পর সাকিব আল হাসানের হাত ধরে। এই টাইগার অলরাউন্ডার ২০১৪ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে শতক হাঁকিয়ে থামেন ১৩৭ রানে। এরপরে বল হাতে দুই ইনিংসে সমান পাঁচ উইকেট করে ম্যাচে ১২৪ রানের বিনিময়ে তুলে নেন ১০ উইকেট।
এছাড়াও শতক না পেলেও ম্যাচে ১০০+ রান ও ১০ উইকেট তুলে নেওয়া প্রথম ও একমাত্র ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার অ্যালান ডেভিডসন। তিনি ১৯৬০ সালে গড়েন এমন কীর্তি। তিনি দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ১২৪ রানের পাশাপাশি বল হাতে ১১ উইকেট শিকার করেন।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/3ceWDyH
0 comments:
Post a Comment