
বরগুনায় দুজনের করোনা পজেটিভ
বরগুনা প্রতিনিধিবরগুনা সদরে দুজনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে এক ব্যক্তি (৬০) তাবলীগ ফেরত। অপরজন নারায়ণগঞ্জ থেকে ফেরত (৩৫)।
শনিবার (১১ এপ্রিল) আইইডিসিআর এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর জেনারেল হাসপাতালের তক্তাবধায়ক ডা. সোহরাব হোসেন।
তাবলিগ জামায়াতে অংশ নেওয়া ওই ব্যক্তি বৃহস্পতিবার (৯ এপ্রিল) বরগুনায় ফেরেন। পরে স্থানীয়রা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি বরগুনা সদর উপজেলার রায়ভোগ খাকবুনিয়া গ্রামের বাসিন্দা।
এছাড়া অপর ব্যক্তি গত বুধবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে বরগুনায় ফেরেন। শরীরে জ্বর থাকায় গত ৯ এপ্রিল স্বজনরা হাসপাতালে নেন।
বরগুনা সদর জেনারেল হাসপাতালের তক্তাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, ‘হাসপাতালে ভর্তির পর ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়। সেখান থেকে আজ (শনিবার) বিকালে পাঠানো রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে। তারা যাদের সংস্পর্শে এসেছেন তাদের সবারই নমুনা সংগ্রহ করা হবে।’
এ নিয়ে এখন পর্যন্ত বরগুনায় তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
রুদ্র রুহান/সনি/নাসিম
from Risingbd Bangla News https://ift.tt/2VpNWel
0 comments:
Post a Comment