
ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা যৌথ একাদশ কেমন হতে পারে?
ক্রীড়া ডেস্কভারত, পাকিস্তানের ক্রিকেট লড়াই মানে টান টান উত্তেজনা। চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে তর্কের ঝড়। পুরো ক্রিকেট বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত।
দেশ ভাগের পর থেকেই চলছে ক্রিকেট মাঠে তাদের এমন মর্যাদার লড়াই। আর দুই দলই তারকা ক্রিকেটারে ঠাসা। কেউ কারো থেকে পিছিয়ে নেই। দুই দেশ থেকে একাধিক ক্রিকেটার উঠে এসেছেন, যারা রঙিণ করেছেন ক্রিকেট ভুবন, মাতিয়েছেন ২২ গজ।
ষাটের দশকে ভারত পেয়েছে মনসুর আলী খান পতৌদি, বিষেণ সিং বেদী, মদন লালের মতো তারকাদের। পাকিস্তানের ছিল মুশতাক মোহাম্মদ, আব্দুর কাদির, হানিফ মোহাম্মদ ও ওয়াসিম বারীদের মতো খ্যাতিমান ক্রিকেটার। সত্তর-আশির দশকে কপিল দেব, সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্গসারকাররা ভারতের পতাকা উড়িয়েছেন। সে সময় পাকিস্তান পেয়েছিল মাজিদ খান, ইমরান খান, জহির আব্বাসদের মতো ক্রিকেটারদের। এভাবে যুগে যুগে ভারত ও পাকিস্তান পেয়েছে আজহারউদ্দীন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, জাভেদ মিঁয়াদাদ, সাঈদ আনোয়ার, আমির সোহেল, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হকের মতো তারকা ক্রিকেটারদের।
বিংশ শতাব্দীর শুরুতে এ জায়গা দখল করে নিতে থাকে যুবরাজ, ধোনী, কাইফ ও ইরফান পাঠানের মতো তরুণরা। আর পাকিস্তানের হয়ে আসেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ ইউসুফ, ইউনুস খান, মোহাম্মদ আসিফ, মিসবাহ-উল-হকরা। আবার চলতি দশকে দুই দেশের জার্সিতে বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ আমির, বাবর আজমদের কথা না বললেই না।
এভাবেই কালেভদ্রে বিভিন্ন সময়ে দুই দেশের একাধিক ক্রিকেটার এসেছে আন্তর্জাতিক অঙ্গনে যারা মুগ্ধ করেছে ক্রিকেটাঙ্গন। ক্রিকেট বিশ্ব অবাক হয়ে উপভোগ করেছে তাদের মাঠের লড়াই। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিত না কখনোই। আবার বৈশ্বিক টুর্নামেন্টগুলোতেও এখন দুই দলের সাফল্য সূচক প্রায় একই।
ভারত দুবার বিশ্বকাপ বিশ্বকাপ জিতেছে, পাকিস্তান জিতেছে একবার। ভারত ও পাকিস্তান দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফিজয় একবার করে। টি-টোয়েন্টি বিশ্বকাপও দুই দল জিতেছে একবার করে। আবার দুই দলই উঠেছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে।
বলার অপেক্ষা রাখে না এশিয়ার দুই জায়ান্ট আন্তর্জাতিক মঞ্চে ঠিক ততটাই সফল যতটা নিজেদের ভেতরের লড়াইয়ে। যদি যৌথভাবে দুই দেশের সর্বকালের সেরা একাদশ গঠন করতে বলা হয় তাহলে কাজটা কতটা কঠিন হবে? সম্প্রতি আকাশ চোপড়া সেই কাজটা করেছেন। দুই দেশের সর্বকালের সেরাদের নিয়ে তৈরি করেছেন ওয়ানডে একাদশ।
তাঁর ওয়ানডে একাদশ ছিল এরকম– শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বিরাট কোহলি, জাভেদ মিঁয়াদাদ, ইনজাজাম উল হক, মাহেন্দ্র সিং ধোনী, ইমরান খান (অধিনায়ক), কপিল দেব, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও সাকলায়েন মুশতাক।
দ্বাদশ খেলোয়াড়: যুবরাজ সিং।
- risingbdsports ফেসবুক পেজে মেসেজ দিয়ে চাইলে আপনিও জানাতে পারেন আপনার একাদশ।
ঢাকা/ইয়াসিন/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2RwjFZV
0 comments:
Post a Comment